Homeরাজনীতিভোগবিলাসে ব্যস্ত উপদেষ্টাদের পদত্যাগ করা দরকার: বিএনপি নেতা রিপন

ভোগবিলাসে ব্যস্ত উপদেষ্টাদের পদত্যাগ করা দরকার: বিএনপি নেতা রিপন

[ad_1]

বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, ‘গণ-অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারকে আমরা সবাই সমর্থন করেছিলাম। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে, পতিত সরকারের মন্ত্রীরা যেভাবে ভোগবিলাসে ব্যস্ত ছিল, বর্তমান অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টাও একইভাবে ভোগবিলাসে লিপ্ত। তাঁরা ক্ষমতার অপব্যবহার করছেন।’

আজ বুধবার দুপুরে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার পাঁচগাঁও বাজারসংলগ্ন বালুর মাঠে দরিদ্র মানুষের মধ্যে বিএনপির পক্ষে উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আসাদুজ্জামান রিপন বলেন, ‘কিছু উপদেষ্টা কোটি কোটি টাকা দামের গাড়ি ব্যবহার করছেন। একাধিক গাড়িও ব্যবহার করছেন। এটা অন্তর্বর্তী সরকারের সদস্যদের কাছে প্রত্যাশিত নয়। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে যাঁরা এভাবে ভোগবিলাসে লিপ্ত হয়ে পড়েছেন, তাঁদের এসব আচরণে সংস্কারের যে অ্যাজেন্ডা, তা থেকে আমরা পিছিয়ে পড়ব। যেসব উপদেষ্টা এভাবে ভোগবিলাসে ব্যস্ত হয়ে পড়েছেন, অন্তর্বর্তী সরকার থেকে তাঁদের পদত্যাগ করা দরকার।’ এ সময় তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে সেই উপদেষ্টাদের বাদ দেওয়ার আহ্বান জানান।

টঙ্গিবাড়ী উপজেলার পাঁচগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি জহিরুল ইসলাম জহির ব্যাপারী অনুষ্ঠান সঞ্চালনা করেন। উপস্থিত ছিলেন টঙ্গিবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলী আজগর রিপন মল্লিক, সহসভাপতি আক্তার হোসেন লাকুরিয়া, উপদেষ্টা আলী আহমদ শেখ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইয়ার হোসেন মোল্লা প্রমুখ।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত