[ad_1]
এক প্রশ্নের জবাবে ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, পলাতক আসামিদের গ্রেপ্তারে থানা-পুলিশের পাশাপাশি জেলা গোয়েন্দা পুলিশ ও র্যাবের একাধিক দলও কাজ করছে। গতকাল রাতে একাধিকস্থানে অভিযান চালানো হয়েছে। কিন্তু আসামিরা বারবার অবস্থান পরিবর্তন করায় তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
২১ অক্টোবর রাতে ধর্ষণের শিকার হন ওই নারী (৩৫) ও তাঁর মেয়ে (১৭)। গত শনিবার সন্ধ্যায় স্থানীয় পুলিশ ক্যাম্পে গিয়ে মৌখিকভাবে ঘটনা জানালে পুলিশ ওই নারীকে থানায় নিয়ে যায়। তিনি নারী ও শিশু নির্যাতন দমন আইনে কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা করেন। এতে মো. ইব্রাহিমকে এক নম্বর আসামি করে ছয়জনের নাম উল্লেখ করেন। অন্য আসামিরা হলেন সাইফুল ইসলাম, মো. রাজিব ওরফে রাজু, মহম্মদ রাশেদ, মো. হারুন ও মো. হাসান। ইব্রাহিম চর এলাহী বিএনপির সাবেক সভাপতি (যিনি ৫ আগস্টের পর খুন হয়েছেন) আবদুল মতিন ওরফে তোতা চেয়ারম্যানের ছেলে এবং তাঁর বড় ভাই ইসমাইল চর এলাহী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি। আসামিরা স্থানীয় যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত। মো. হারুন ও মো. হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
[ad_2]
Source link