Homeবিনোদনবছরজুড়ে শ্রুতির জাদু | কালবেলা

বছরজুড়ে শ্রুতির জাদু | কালবেলা

[ad_1]

বলিউড ও দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রি ‘মাল্টি-ট্যালেন্টেড স্টার’খ্যাত অভিনেত্রী শ্রুতি হাসান। একাধিক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়ে জয় করে নিয়েছেন লাখো দর্শকের হৃদয়। তবে এ বছর সিনে-ইন্ডাস্ট্রিতে তাক লাগিয়ে দিতে চলেছেন এ অভিনেত্রী। চলতি বছর মুক্তি পেতে চলেছে শ্রুতির অভিনীত তিনটি সিনেমা। কালবেলার আজকের আয়োজনে থাকছে মুক্তি প্রতীক্ষিত সিনেমাগুলোর গল্প। লিখেছেন তামজিদ হোসেন

কুলি

এ বছর রজনীকান্তর সঙ্গে ‘কুলি’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় আসছেন শ্রুতি হাসান। লোকেশ কঙ্গরাজ পরিচালিত এ চলচ্চিত্রটির অন্যতম মূল চরিত্র তিনি। অ্যাকশন থ্রিলার ছবিটিতে তার অভিনীত চরিত্রের নাম ‘প্রীতি’। এরই মধ্যে চলচ্চিত্রটির শুটিং শুরু হয়েছে এবং ধারণা করা হচ্ছে, প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাবে চলতি বছর ১২ এপ্রিল।

সালার পার্ট ২

২০২৩ সালে ভারতীয় বক্স অফিসে ঝড় তোলে প্রভাস ও শ্রুতি হাসান অভিনীত ‘সালার’ সিনেমা। দীর্ঘদিন অপেক্ষার অবসান ঘটিয়ে চলতি বছর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে প্রভাস ও শ্রুতির অভিনীত সালার পার্ট ২। এটি পরিচালনা করেছেন প্রশান্ত নীল। সবকিছু ঠিকঠাক থাকলে চলচ্চিত্রটি মুক্তি পাবে চলতি বছর ১৪ নভেম্বরে।

জন নায়ক

৬৯তম সিনেমা জন নায়কে অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ারে ইতি টানতে চলেছেন বিজয় থালাপাতি। অভিনেতার ক্যারিয়ারের শেষ এ সিনেমায় তার সঙ্গে পর্দায় দর্শক মাতাতে আসছেন শ্রুতি হাসান। জানা যায়, বিশেষ একটি চরিত্রে অভিনয় করতে চলেছেন এ অভিনেত্রী। সিনেমাটি রাজনৈতিক প্রেক্ষাপটে নির্মিত হতে চলেছে। জানা যায়, সিনেমার শুটিং চলমান রয়েছে। তবে প্রেক্ষাগৃহে মুক্তির তারিখ এখনো নিশ্চিত করেননি নির্মাতা এইচ বিনোথ। সবকিছু ঠিকঠাক থাকলে চলচ্চিত্রটি চলতি বছর অক্টোবরে মুক্তি পাবে।

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত