[ad_1]
রোহিত সারাফের মন কেড়ে নেওয়া ফ্যাশন স্টেটমেন্ট
সানজিদা সামরিন, ঢাকা
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৮: ১১
ইউটিউবে ‘ইশক ভিশক রিবাউন্ড’ চলচ্চিত্রে দর্শন রাভালের গাওয়া ‘সোনি সোনি’ গানটি এখন পর্যন্ত কত মিলিয়ন ভিউ পেয়েছে, তার হিসেব পরে। আগে রোহিত সারাফের কথায় আসি। হালের হার্টথ্রব এই গানটির জন্যই যেন হাজারো তরুণীর মন কেড়ে নিয়েছেন। ঘোর লাগা চাউনি তো বটেই, পোশাক আশাকেও দারুণ ফিটফাট তিনি। আশপাশে ঘাড় ঘোরালেই দেখবেন এই তারকার জন্য দিওয়ানা হয়ে যাওয়া কিশোরীদের মন জোগাতে কিশোর, এমনকি তরুণেরাও চুলটা আঁচড়ে নিচ্ছেন, হাতে ওভারসাইজড ব্রেসলেট জড়িয়ে নিচ্ছেন রোহিত সারাফের মতোই।
ফ্যাশন স্টেটমেন্টের প্রসঙ্গে রোহিত সারাফের কাছে প্রথম গুরুত্ব পায় ‘আরাম’। ওটিটি সিরিজ ‘মিসম্যাচড’ এর এই অভিনেতা বরাবরই দেখিয়েছেন, বোল্ড আউটফিটের সঙ্গে আরামকে কী করে সন্ধি করা যায়। মানে ট্রেন্ড আর আরাম এই দুইয়ের সম্মিলনই হলো রোহিত সারাফের ফ্যাশন ধারণা।





সূত্র: ফিল্মবিট
ছবি: ইনস্টাগ্রাম ও ফেসবুক
[ad_2]
Source link