Homeদেশের গণমাধ্যমেদ.কোরিয়ার বুসানে নির্মাণাধীন হোটেলে আগুন, নিহত ৬

দ.কোরিয়ার বুসানে নির্মাণাধীন হোটেলে আগুন, নিহত ৬

[ad_1]

দক্ষিণ কোরিয়ার বন্দর নগরী বুসানে একটি নির্মাণাধীন হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৬ জন নিহত হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দেশটির ইয়োনহাপ নিউজ এজেন্সি প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে,ঘটনাস্থল থেকে শতাধিক মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। তারপরও হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শুক্রবার সকালে হোটেলটিতে আগুনের সূত্রপাত হয় এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে। বুসান দমকল বিভাগ আগুন নিয়ন্ত্রণে আনতে ৯০ জন দমকলকর্মী মোতায়েন করে। হেলিকপ্টারের সাহায্যে ১৪ জনকে ছাদ থেকে উদ্ধার করা হয়।

আগুনের প্রকৃত কারণ এখনও জানা যায়নি। তবে প্রতিবেদনে বলা হয়েছে, নির্মাণস্থলের প্রথম তলায় সংরক্ষিত রাসায়নিক উপাদানের কারণে আগুন ছড়াতে পারে।

এক দমকল কর্মকর্তা বলেন,‘আমরা এখনও ভবনের ভেতরে অনুসন্ধান চালাচ্ছি। সেখানে কতজন কর্মী ছিলেন তা নির্ধারণ করছে পুলিশ ও স্থানীয় প্রশাসন।’

প্রতিবেদনে আরও  জানানো হয়েছে,আগুনে সাতজন আহত হয়েছে। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে এখনো প্রকৃত সংখ্যা নিশ্চিত করা যায়নি।

দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চোই সাং-মোক বলেছেন, ‘দুর্ঘটনাস্থলে সব ধরনের জরুরি কর্মী ও সরঞ্জাম মোতায়েন করা হয়েছে।’

ইয়োনহাপের প্রতিবেদনে বলা হয়েছে,নির্মাণাধীন এই হোটেলটি সিঙ্গাপুরভিত্তিক বিলাসবহুল হোটেল ও রিসোর্ট চেইন ‘ব্যানিয়ান ট্রি’র মালিকানাধীন।

এর আগে ২৮ জানুয়ারি, বুসানের গিমহে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই একটি এয়ার বুসান বিমানে আগুন ধরে যায়। তবে,বিমানের সব যাত্রী ও ক্রু নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন। সেই অগ্নিকাণ্ডের কারণ হিসেবে ওভারহেড ক্যাবিনে রাখা একটি ব্যাটারি প্যাককে দায়ী করা হয়।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত