Homeবিনোদনএটি দীর্ঘদিন শোনার মতো গান: আসিফ আকবর

এটি দীর্ঘদিন শোনার মতো গান: আসিফ আকবর

[ad_1]

ভালোবাসা দিবসের আগেই ধ্রুব মিউজিক স্টেশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হলো বাংলা গানের যুবরাজ’খ্যাত গায়ক আসিফ আকবরের নতুন একটি গান। যার শিরোনাম ‘কষ্ট ভীষণ’। আহমেদ রিজভীর কথায় গানটির সুর করেছেন মনোয়ার হোসেন টুটুল। আর সংগীতায়োজন করেছেন পার্থ মজুমদার। এর ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। গানটি ইউটিউব চ্যানেলে প্রকাশের পর থেকেই ব্যাপকভাবে শ্রোতারা গ্রহণ করেছেন। এরপর মন্তব্য বক্সে শোনার পাশাপাশি অনেকেই জানাতে থাকেন নিজেদের ভালো লাগার অনুভূতি।

সম্প্রতি গানটি তৈরির পেছনের গল্প নিয়ে কথা বলেছেন আসিফ আকবর। তিনি জানান, একটি গান প্রকাশের পর শ্রোতারা মনে করেন হয়তো কয়েক রাতেই গানটি তৈরি হয়েছে; কিন্তু বিষয়টি এমন নয়। এর পেছনে অনেক গল্প থাকে। থাকে অনেক সময়ের অপেক্ষা, যা নিয়ে আসিফ আকবর বলেন, ‘আমাদের নতুন এই গানটি আমি শুধু গেয়েছি; কিন্তু যাদের পরিশ্রমে এটি তৈরি হয়েছে তারা হলেন রিজভী ভাই, টুটুল ভাই ও পার্থ দা। আমি তাদের সঙ্গে যুক্ত হতে পেরে আনন্দিত। তবে শ্রোতাদের একটি বিষয় বলব তা হচ্ছে, এই গানটির গল্প আরও দুই বছর আগে শুরু হয়। অবশেষে এটি আমরা শ্রোতাদের উপহার দিতে পারলাম। কারণ রাতারাতি একটি গান কখনো হয় না। আর যেসব গান হয়, তা টিকে থাকে না; কিন্তু আমি মনে করি এটি দীর্ঘদিন শোনার মতো একটি গান। কারণ এর কথা ও সুর আমাদের সবাইকে মুগ্ধ করেছে। তাই সবাই গানটি শুনবেন এবং ভালো গানের সঙ্গে থাকবেন।’

রূপগঞ্জের সুবর্ণভূমি গ্রামের মনোরম লোকেশনে গানটির দৃশ্যধারণ করা হয়েছে। এতে আসিফের সঙ্গে মডেল হয়েছেন মৌরী মাহদী।

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত