Homeদেশের গণমাধ্যমেতিন দিনেও তদন্ত না হওয়ায় ক্ষোভ ঝাড়লেন কাফি

তিন দিনেও তদন্ত না হওয়ায় ক্ষোভ ঝাড়লেন কাফি

[ad_1]

পটুয়াখালীর কলাপাড়ায় কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনার তিন দিন পার হলেও কোনো তদন্ত কমিটি গঠন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে এক স্ট্যাটাসে তিনি এ ক্ষোভ প্রকাশ করেন।

স্ট্যাটাসে তিলি বলেন, ‘৩ দিন হয়ে গেল আমার বাড়ির ঘর বাইরে থেকে দরজা লাগিয়ে পুড়িয়ে দেওয়া হলো। সবকিছু কয়লা হয়ে পড়ে আছে। এখন পর্যন্ত স্পেশাল ব্রাঞ্চ থেকে স্পেশাল কোনো টিম গঠন করা হলো না।

লোকাল থানায় তদন্ত পড়ে আছে। অথচ আমি এই দেশের জন্য, দেশের মানুষের জন্য কথা বলেছিলাম। যার জন্য স্বৈরাচারের সহায়তকারীরা আমার ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছে। সেই আমার জন্যই যদি ঘটনার ৩ দিনের মাথায়ও স্পেশাল টিম গঠন না করা হয় এবং হয়নি। তবে আগামী ৪ দিন পর যখন রাজপথ আমি দখলে নেব তখন ঠিকই কানে পানি যাবে।’

তিনি বলেন, ‘আমার বাড়িঘর বাহির থেকে দরজা লাগিয়ে পুড়িয়ে দেওয়া হলো, আর আপনাদের কিছু মনে হলো না! আপনাদের কানে পানি গেল না! আমার এই করুণ পরিস্থিতির জন্য স্পেশাল টিম গঠন করা গেল না!’

পোস্টের শেষে তিনি বলেন, ‘তবে, আমার রাজপথ দখলের খারাপ রূপটা শিগগিরই দেখতে পাবেন।’

এদিকে বুধবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলার পায়রা আর্মি ক্যাম্পের সদস্যরা। এ সময় তারা কাফি ও তার পরিবারকে ধৈর্য ধারণ করার আহ্বান জানান। পাশাপা‌শি সা‌র্বিক সহ‌যো‌গিতার আশ্বাস দেন। তারা বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িত অপরাধীদের দ্রুত তদন্ত করে আইনের আওতায় আনা হবে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত