Homeদেশের গণমাধ্যমেনারায়ণগঞ্জে আশ্রয়ণ প্রকল্পে ১০ ঘণ্টার তাণ্ডব

নারায়ণগঞ্জে আশ্রয়ণ প্রকল্পে ১০ ঘণ্টার তাণ্ডব

[ad_1]

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সরকারি আশ্রয়ণ প্রকল্পের ২০টি ঘর ভাঙচুর করে দরজা ও জানালা লুটপাট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাত ৩টার দিকে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের দড়িকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মুড়াপাড়া দড়িকান্দি এলাকায় সরকারিভাবে নির্মিত আশ্রয়ণ প্রকল্পের ২০টি ঘর নির্মাণ করা হয়। আশ্রয়ণ প্রকল্পের বাকি ঘরগুলো কাঞ্চন বিরাবসহ বিভিন্ন স্থানে নির্মাণ করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৩টার দিকে একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে আশ্রয়ণ প্রকল্পের ২০টি ঘরে ভাঙচুর চালাতে থাকে। এ সময় দুর্বৃত্তরা সবাইকে বাড়ি থেকে বের দেয়।

রাত থেকে শুক্রবার দুপুর ১টা পর্যন্ত প্রায় ১০ ঘণ্টাব্যাপী ভাঙচুর ও লুটপাট চালায়। পরে খবর পেয়ে বিকাল ৩টার দিকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিকুল আলম ও রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলীসহ যৌথবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

এদিকে, টানা ১০ ঘণ্টা লুটপাট ও ভাঙচুরের পর ২০টি আশ্রয়হীন পরিবারের বসবাস নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। আশ্রয়ণ প্রকল্পের ঘরে থাকা সদস্যদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। তারা আতঙ্কে মুখ খুলছেন না। হামলা ও লুটপাটের পর প্রকল্পের আশ্রিত লোকজন বেশিরভাগই ঘর ছেড়ে অন্যত্র চলে যাচ্ছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল আলম বলেন, আমি শুক্রবার সকালের দিকে ভাঙচুর ও লুটপাটের খবর পাই। খবর পেয়ে স্থানীয় সেনা ক্যাম্পের সেনাসদস্য ও পুলিশ সদস্যদের নিয়ে দুপুরের দিকে ঘটনাস্থলে যাই। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। তবে এখনো মামলা দায়েরের জন্য কাউকে বাদী হিসেবে পাওয়া যায়নি। পুলিশ তাদের মতো করে ব্যবস্থা গ্রহণ করবে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত