Homeবিনোদনআজ থেকে শুরু ‘আমার ভাষার চলচ্চিত্র’ উৎসব

আজ থেকে শুরু ‘আমার ভাষার চলচ্চিত্র’ উৎসব

[ad_1]

ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের উদ্যোগে আজ থেকে শুরু হচ্ছে ‘আমার ভাষার চলচ্চিত্র’ উৎসবের ২৩তম আসর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে এই উৎসবটি শনিবার (১৫ ফেব্রুয়ারি) থেকে বুধবার (১৯ ফেব্রুয়ারি) পর্যন্ত চলবে। এক বিজ্ঞপ্তিতে আয়োজকদের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

আসরটি শুরু হবে সুভাষ দত্তের মুক্তিযুদ্ধের সিনেমা ‘অরুণোদয়ের অগ্নিসাক্ষী’-এর প্রদর্শনের মাধ্যমে। উৎসবে নির্বাচিত ছবিগুলো নির্ধারিত মূল্যে টিকিট কেটে দেখা যাবে।

আয়োজকরা জানান, এবার টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ৫০ টাকা। টিকিট পাওয়া যাবে উৎসবের প্রতিদিন সকাল ৯টা থেকে, ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) প্রবেশমুখে। প্রতিদিনের প্রথম প্রদর্শনীটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীরা বিনামূল্যে উপভোগ করতে পারবেন।
বাংলা ভাষার জন্য প্রাণ উৎসর্গকারী মহান শহীদদের স্মরণ ও বাংলা সিনেমাকে চলচ্চিত্র প্রেমীদের কাছে প্রচার ও প্রসারের লক্ষ্যে ২০০২ সাল থেকে এ উৎসবের ২২টি আসর সাফল্যের সঙ্গে আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ।

উৎসবের প্রথমদিন সকাল ১০টায় ‘অরুণোদয়ের অগ্নিসাক্ষী’ ছাড়াও এদিন দুপুর ১টায় প্রদর্শন হবে আমজাদ হোসেনের ‘ভাত দে’। বিকাল সাড়ে ৩টায় প্রদর্শিত হবে আবদুল্লাহ মোহাম্মদ সাদের ‘লাইভ ফ্রম ঢাকা’ এবং সন্ধ্যা সাড়ে ৬টায় প্রদর্শন হবে নুরুল আলম আতিকের ‘পেয়ারার সুবাস’।

উৎসবের দ্বিতীয় দিন রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় দেখানো হবে আবু সাইয়ীদের ‘কিত্তনখোলা’, দুপুর ১টায় দেখানো হবে তিনটি স্বল্পদৈর্ঘ্য, বিকাল সাড়ে তিনটায় অমিতাভ রেজার ‘রিকশা গার্ল’ ও সন্ধ্যা সাতটায় গিয়াসউদ্দিন সেলিমের ‘কাজলরেখা’ দেখানো হবে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) উৎসবের তৃতীয় দিন দেখানো হবে আরও চারটি সিনেমা। এর মধ্যে দুপুর তিনটা ৩০ মিনিটে দেখানো হবে রায়হান রাফির ‘তুফান’।

চতুর্থ দিনও দেখানো হবে চারটি সিনেমা এবং সবশেষ ১৯ ফেব্রুয়ারি শঙ্খ দাশগুপ্তর প্রিয় মালতী সিনেমার মধ্য দিয়ে উৎসবটি শেষ হবে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত