Homeজাতীয়অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু: প্রেস সচিব

অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু: প্রেস সচিব

[ad_1]

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘আজকের সভার মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম অধ্যায় শেষ এবং দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে।’

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকাল ৪টা ১৫ মিনিটে ঢাকার ফরেন সার্ভিস একাডেমির সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

শফিকুল আলম বলেন, ‘আজকের জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম সভা বা প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে ২৬টি দল ও জোটের প্রায় ১০০ জন রাজনীতিবিদ উপস্থিত ছিলেন। ইতোমধ্যে ১০ জন রাজনীতিবিদ তাদের মতামত প্রকাশ করেছেন। বিএনপির পক্ষে নেতৃত্ব দিচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর জামায়াতে ইসলামী থেকে বক্তব্য রাখছেন ভাইস প্রেসিডেন্ট ডা. আবদুল্লাহ মোহাম্মদ তাহের।’

প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেছেন- আজকের সংলাপের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম অধ্যায় শেষ হয়ে দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে। তিনি ২৪ মিনিটের একটি গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন, যা ঐতিহাসিক হয়ে থাকবে।

রাজনৈতিক দলগুলোর বক্তব্যের বিষয়ে তিনি আরও বলেন, ‘প্রধান উপদেষ্টার প্রতি রাজনৈতিক দলগুলোর ও বিদেশি বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রের সমর্থন রয়েছে। তারা জানিয়েছে, বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণে সরকারের পাশে থাকবে।’

জুলাই অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ গড়ার যে প্রচেষ্টা চলছে, তাতে দেশি-বিদেশি বিভিন্ন মহলের সমর্থন রয়েছে বলে মন্তব্য করেন শফিকুল আলম।

এর আগে বৈঠক থেকে বেরিয়ে বিল্পবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘বৈঠকে কমিশন থেকে বলা হয়েছে কোনও প্রস্তাবনা ঐকমত্য কমিশন বা সরকারের পক্ষ হতে চাপিয়ে দেওয়ার মনোভাব তাদের নেই। যেসব প্রশ্নে রাজনৈতিক দলগুলো ঐকমত্য হতে পারবে সেই ভিত্তিতে আলাপ-আলোচনা করে তারা চেষ্টা করবে একটি জাতীয় সনদ তৈরির। সেই সনদের ভিত্তিতে পরবর্তীতে জাতীয় নির্বাচন, সংবিধান সংস্কার ও গণতান্ত্রিক উত্তরণের যে প্রশ্ন বিবেচনা করা হবে।’



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত