Homeরাজনীতিআ.লীগের বিচারে কোনও হস্তক্ষেপ হলে প্রতিবাদ শুরু হবে: সারজিস

আ.লীগের বিচারে কোনও হস্তক্ষেপ হলে প্রতিবাদ শুরু হবে: সারজিস

[ad_1]

আওয়ামী লীগ ও তাদের দোসরদের বিচারে কোনও ধরনের হস্তক্ষেপ প্রত্যাশা করি না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘যদি কেউ হস্তক্ষেপ করে, তাহলে জাতীয় নাগরিক কমিটি বা বৈষম্যবিরোধী আন্দোলনের পক্ষ থেকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ শুরু হবে।’ 

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমির সামনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। 

সারজিস আলম বলেন, ‘আমাদের দেশে একটা সমস্যা হচ্ছে, নেতারা খুব সহজেই খুনি হাসিনার মতো সেফ এক্সিট পেয়ে যায়। এই গণঅভ্যুত্থানে যারা আন্দোলনে ছিল, তাদের কিন্তু এই খুনি হাসিনা ও তার দোসররা ছাড়বে না। তাই আমরা বিচারের ক্ষেত্রে কোনও ধরনের প্রত্যক্ষ বা পরোক্ষ নেগোসিয়েশনের চিহ্ন দেখতে চাই না।’

তিনি বলেন, ‘যারা খুনি, যারা খুনিদের দোসর, তারা যে মত বা দলেরই হোক না কেন, তাদের বিচার হতে হবে।’ 

বাংলাদেশের মুক্তি নতুন সংবিধানের মাধ্যমে

এ সময় জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারী বলেন, ‘বাহাত্তরের সংবিধানে বহুদলীয় গণতন্ত্র অসম্ভব। বাংলাদেশের শান্তি-শৃঙ্খলা ও ঐক্য দিন দিন বিনষ্ট হচ্ছে।’ 

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের মুক্তির লড়াই, এ দেশের ভবিষ্যৎ একমাত্র গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধানে হবে। গণপরিষদ, জাতীয় নির্বাচন ও সংস্কার একসঙ্গে চলতে পারে।’ 

আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক 

জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমরা সরকারকে আইনি উদ্যোগ নিতে বলেছি। যাতে আওয়ামী লীগ নিষিদ্ধ হয় এবং ভবিষ্যতে কোনও প্রক্রিয়ায় যেন তারা রাজনৈতিকভাবে কার্যক্রম পরিচালনা করতে না পারে। প্রথম ধাপে তাদের নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছি। এটি হবে একটি প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত।’ 

তিনি আরও বলেন, ‘৫ আগস্ট ছাত্র-নাগরিক সিদ্ধান্ত নিয়েছে যে, বাংলাদেশের পরবর্তী রাজনীতিতে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক। আজ সব রাজনৈতিক দল ঐকমত্য হয়েছে যে, বাংলাদেশের ভবিষ্যতের রাজনীতিতে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক। ইতিহাসের বিভিন্ন সময়ে বিভিন্ন দল হারিয়ে গেছে, একইভাবে আওয়ামী লীগও অপ্রাসঙ্গিক হয়ে গেছে।’ 



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত