Homeপ্রবাসের খবরভালোবাসা নিয়ে পরীমণির অন্যরকম স্ট্যাটাস – প্রবাস খবর

ভালোবাসা নিয়ে পরীমণির অন্যরকম স্ট্যাটাস – প্রবাস খবর

[ad_1]

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমণি নিজের কাজ ও ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়ই থাকেন সংবাদের শিরোনামে। পর্দার বাইরে সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি বেশ সক্রিয়। নানা সময়ে ভক্তদের সঙ্গে ভাগ করে নেন নিজের জীবনের মুহূর্ত ও ভাবনা। এবার ভালোবাসা দিবসের শেষলগ্নে নিজের ও ভক্তদের উদ্দেশে অন্যরকম বার্তা নিয়ে হাজির হলেন অভিনেত্রী।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে ফেসবুকে একটি পোস্টে ভালোবাসা নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেন পরীমণি।

পোস্টে তিনি লেখেন, ‘শোনো সরল অবুঝ প্রাণ, রাতের রাস্তায় নিয়ন আলোর ছায়ার নিচে দাঁড়িয়ে থাকা মেয়েটি হোক বা শাহরুখ খান কিংবা স্বয়ং বিল গেটস- সবাই চায় তাদের প্রাণের মানুষটিকে নিজের নাম ছাড়িয়েই পৃথিবীতে দেখতে। পৃথিবীর প্রত্যেকেই চায় নিজের কাজের মাধ্যমে পরিচিতি পেতে। তবে ভালোবাসার মানুষকে কখনো প্রতিযোগিতার চোখে দেখা উচিত নয়। অন্তত যাকে নিজের বলে জানো, তাকে ছাড়িয়ে নয়- তাকে সঙ্গে নিয়েই দুনিয়া জয় করা যায়।’

পরীমণির এই পোস্টে ভক্তদের মধ্যে ইতিবাচক সাড়া দেখা যায়। একজন মন্তব্য করেন, ‘পরী, এত সুন্দর কথা কীভাবে লেখেন!’ আরেকজন লেখেন, ‘অসাধারণ সুন্দর লাগছে কথাগুলো।’ অনেকেই প্রশংসা করে বলেছেন, ‘খুব গঠনমূলক এবং হৃদয়স্পর্শী একটি পোস্ট।’

এর আগে বিবিসি বাংলায় এক অডিও বার্তায় অনিরাপদ বোধ করছি দাবি করে পরীমণি বলেন, ‘অসহায় বোধের পাশাপাশি অবশ্যই অনিরাপদ বোধ করছি। শো-রুম উদ্বোধন থেকে শুরু করে জনসাধারণের সম্পৃক্ততা যে কোনো অনুষ্ঠান সেটা তো আমার কাজ।’

এ অভিনেত্রী দাবি করে বলেন, ‘আমাকে তো এত বছর কেউ বাধা দেয়নি, তাহলে এখন কেন বাঁধা আসবে। আমরা স্বাধীনভাবে নিজেদের কাজটা করতে চাই।’

সম্প্রতি ‘গোলাপ’ নামে একটি নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন পরীমণি। এই ছবিতে তার বিপরীতে থাকবেন নিরব। ছবির চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে দুজনকে গোলাপ হাতে পোজ দিতে দেখা যায়, যা ইতিমধ্যেই ভক্তদের মধ্যে সাড়া ফেলেছে। সিনেমাটি পরিচালনা করবেন শামসুল হুদা। চলতি ফেব্রুয়ারিতেই এর শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

এম এইচ/ 

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত