Homeঅর্থনীতিই-রিটার্ন দাখিল ১৩ লাখ ৯৫ হাজার

ই-রিটার্ন দাখিল ১৩ লাখ ৯৫ হাজার

[ad_1]

Ajker Patrika

ই-রিটার্ন দাখিল ১৩ লাখ ৯৫ হাজার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০১: ১৩

ছবি

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রধান কার্যালয়, আগারগাঁও, ঢাকা। ফাইল ছবি

ব্যক্তিশ্রেণির করদাতাদের বার্ষিক আয়কর বিবরণী (রিটার্ন) জমার সময়সীমা শেষ হচ্ছে আজ রোববার। এরপর জরিমানা ছাড়া রিটার্ন দাখিল করা যাবে না। গতকাল শনিবার পর্যন্ত অনলাইনে ১৩ লাখ ৯৫ হাজার রিটার্ন দাখিল হয়েছে বলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে।

এনবিআরের তথ্য অনুযায়ী, বর্তমানে কর শনাক্তকরণ নম্বরধারীর (টিআইএন) সংখ্যা ১ কোটি ১২ লাখ ৭৪ হাজার ৮৫৩। ২০২৪ সালের ১ জুলাই থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত ৩৭ লাখ ৫৩ হাজার ৭৩০টি রিটার্ন দাখিল হয়েছে। এর মধ্যে অনলাইনে দাখিল হয়েছে ১৩ লাখ ৩৫ হাজার ৮৯টি। রিটার্ন দাখিলকারীদের মধ্যে ব্যক্তি করদাতা ২৪ লাখ ৭ হাজার ৫৩৬ জন এবং কোম্পানি করদাতা ১১ হাজার ১০৫। এই সময়ে মোট আয়কর আদায় হয়েছে ৫ হাজার ৬৫৪ কোটি ৬ লাখ টাকা।

২০২৩ সালের ১ জুলাই থেকে ২০২৪ সালের ৬ ফেব্রুয়ারি পর্যন্ত রিটার্ন দাখিল হয়েছিল ৩৬ লাখ ৯৮ হাজার ৩৭৩টি, যার মাধ্যমে ৬ হাজার ৩ কোটি ৫৫ লাখ টাকা আয়কর আদায় হয়। ২০২৪-২৫ অর্থবছরে রিটার্ন দাখিলে ১ দশমিক ৫০ শতাংশ প্রবৃদ্ধি হলেও আয়কর আদায়ে ৫ দশমিক ৮২ শতাংশ ঘাটতি দেখা গেছে।

রিটার্ন জমার সময়সীমা এর আগে তিন দফা বাড়ানো হয়েছে। সর্বশেষ ৩০ জানুয়ারি এনবিআর সময়সীমা বাড়িয়ে ১৬ ফেব্রুয়ারি নির্ধারণ করে। যাঁরা অনলাইনে রিটার্ন দাখিল করেননি, তাঁরা নিজ নিজ কর কার্যালয়ে গিয়ে কাগুজে রিটার্ন জমা দিতে পারবেন।

এবার কর কার্যালয়ে সশরীর রিটার্ন জমার চাপ তুলনামূলক কম। করদাতাদের অনলাইনে রিটার্ন জমা দিতে উৎসাহিত করেছে এনবিআর। যাঁরা এখনো রিটার্ন জমা দেননি, তাঁদের দ্রুত প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে আজকের মধ্যে রিটার্ন জমা দেওয়ার পরামর্শ দিয়েছে এনবিআর।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত