Homeজাতীয়কার উপর ক্ষোভ ঝাড়লেন নারী উদ্যোক্তা তনি!

কার উপর ক্ষোভ ঝাড়লেন নারী উদ্যোক্তা তনি!

[ad_1]

হঠাৎই এক মডেল-অভিনেত্রীর ওপর ক্ষোভ ঝাড়লেন দেশের সফল ও শীর্ষ নারী উদ্যোক্তা রোবাইয়াত ফাতিমা তনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ প্রসঙ্গে দীর্ঘ একটি স্ট্যাটাস দেন তিনি। ফেসবুক লাইভে এসেও নিজের ক্ষোভ ঝারেন, অন্তর্জালে সে ভিডিও এখন ভাইরাল।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ফেসবুকে তনি লেখেন, বাড়াবাড়ি সবার সাথে করেছেন, আমার সাথে না। আপনার সেক্টরের কোনো প্রোমোটার পর্যন্ত আপনাকে দেখতে পারে না। কেন? ভেবে দেখেছেন?

তনি আরও লেখেন, আপনার মতো ফেইক শো অফ করে আমি মার্কেটে ভিউ ধরে রাখিনি, মানুষ আমাকে ভালোবাসে তাই যখন কোথাও নিজের শোরুম ওপেন করি হাজার হাজার মানুষের ঢল নামে,  যার ভিডিও সোস্যাল মিডিয়াতে অভাব নেই।
 
এরপর তনি লেখেন, কোনো ওপেনিংয়ে নিলে আপনাকে দেখতে আপনার ক্যামেরাম্যান আর চামচারা ছাড়া আর কোনো মানুষ আসে না। বাই দ্যা ওয়ে, সবাইকে নিজের মতো ভণ্ড ভাববেন না।
 
রেস্টুরেন্ট প্রসঙ্গ তুলে তিনি লেখেন, আমার একটা না, তিনটা রেস্টুরেন্টে শেয়ার আছে, যা নিয়ে আপনার মতো শো অফ করতে হয় না, আর আপনার মতো মেয়েদের আমরা টাকা দিয়ে ভাড়া করে নিয়ে আসি। আপনাকেও নিয়ে আসছিলাম আমার কোনো একটা ব্রাঞ্চে লাইভ করার জন্য, ভুলে যান নাই নিশ্চয়ই!
 
ক্ষোভ প্রকাশ করে তনি লেখেন, আমি নিজেকে ফেইক রেস্টুরেন্টের মালিক বলছি এটা প্রমাণ করতে পারলে সোস্যাল মিডিয়াতে চেহারা দেখাবো না। সাহস থাকলে আমার নাম ধরে পোস্ট দেন, মিথ্যা কথা ছড়ানোর জন্য কান ধরে উঠ বস করাবো।
  
সবাইকে নিজের মতো ভাববেন না বেহায়া আপা, আমি পানির মতো স্বচ্ছ, পরিষ্কার, আমার ফেইক ভিউ দেখিয়ে মানুষের থেকে কাজ নিতে হয় না, কেউ আমাকে টাকা দিয়ে কিনতে পারে না। যে অপকর্মগুলো করেছেন উদ্যাক্তাদের সাথে, আপনার বিরুদ্ধে ডাক দিলে উদ্যোক্তারা দাঁড়াবে, তখন পালানোর জায়গা পাবেন তো! এখন তো বাঁচানোর জন্য হাউন আংকেল নাই, লেখেন তনি!
 
তনির এমন ফেসবুক পোস্টের পর মন্তব্যের ঘরে অনেকেই নিজের মতামত জানাতে শুরু করেন। কমেন্ট বক্স স্ক্রল করে দেখা যায়, মডেল, উপস্থাপিকা ও নৃত্যশিল্পী বারিশ হককে উদ্দেশ করে এ পোস্ট তনির।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত