Homeদেশের গণমাধ্যমেবাড়ি ফেরার পথে পরপারে পাড়ি জমালেন দুই বন্ধু

বাড়ি ফেরার পথে পরপারে পাড়ি জমালেন দুই বন্ধু

[ad_1]

মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ডাম্পট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে শিবচর উপজেলার পূর্ব সন্যাসীরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শিবচরের দ্বিতীয় খণ্ড ইউনিয়নের ঠেঙ্গামারা গ্রামের নুর মোহাম্মদ বেপারীর ছেলে লিমন বেপারী (২৪) ও একই উপজেলার মাদবরেরচর ইউনিয়নের বাখরেরকান্দি এলাকার রুস্তম হাওলাদারের ছেলে নয়ন হাওলাদার (২৪)। তারা দুজন শিবচরের দত্তপাড়া ইউনিয়নের সূর্যনগর বাজারে মোটরসাইকেল গ্যারেজে কাজ করতেন।

পুলিশ, পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, শিবচরের সূর্যনগর বাজারে গ্যারেজে কাজ শেষে মোটরসাইকেল চালিয়ে নয়ন ও লিমন বাড়িতে যাচ্ছিলেন। ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পূর্ব সন্যাসীরচর এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা বালুবাহী ডাম্পট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক লিমন বেপারী মারা যান। এসময় পেছনে থাকা নয়ন হাওলাদার গুরুতর আহত হন। নয়নকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাতেই উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটি জব্দ করে থানায় আনা হয়েছে। পলাতক চালককে ধরতে কাজ করছে পুলিশ।

আয়শা সিদ্দিকা আকাশী/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত