Homeপ্রবাসের খবরবিয়ে করলেই তো সবশেষ : পূজা চেরি

বিয়ে করলেই তো সবশেষ : পূজা চেরি

[ad_1]

সময়ের জনপ্রিয় নায়িকা পূজা চেরি বলেছেন বিয়ে নিয়ে এখনই ভাবছেন না, আরও চার-পাঁচ বছর পর চিন্তা করে দেখবেন কবে বিয়ে করা যায়।

বিয়ে নিয়ে কুয়ালালামপুরে প্রবাসী সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে এ অভিনেত্রী বলেন, ‘বিয়ে মানেই তো সবশেষ, এখনও সেটেল হইনি, বহুদুর যেতে চাই, মাঝপথে আটকে যেতে চাই না, মাঝপথে আটকানোর জন্য পূজা চেরি আসেনি।’

পূজা চেরির আগমন উপলক্ষে শনিবার (১৫ ফেব্রুয়ারি) কুয়ালালামপুরে এনটিভি মালয়েশিয়া আয়োজন করে নৈশভোজের। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পূজা চেরি।

সাকিব খানকে দেশের সবচেয়ে জনপ্রিয় নায়ক এবং জনপ্রিয়তায় তার আশপাশেও কেউ নেই বলেও মনে করেন তিনি।

রায়হান রাফির ওয়েব সিরিজ ব্লাক মানিতে তার চরিত্র উপভোগ্য ও ব্যাতিক্রমি ছিলো এ ধরনের চরিত্র পেলে আরো ওয়েব সিরিজ করতে চান বলে মন্তব্য করেন পূজা চেরি।

জনপ্রিয় এ অভিনেত্রী বলেন, চমক নিয়ে আবার আসছি পর্দায়, তবে তা এখনই প্রকাশ করতে চাই না।

শিশু শিল্পী থেকে নায়িকা হওয়া একেবারে সহজ ছিলো না উল্লেখ করে পূজা চেরি বলেন, এখনও অনেক স্বপ্ন অপূর্ণ রয়েছে, ভালো কাজ করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেতে চাই।

ঢালিউডের এ গ্লামার গার্ল বলেন, শাবানা ম্যাডামের ভাত দে কিংবা প্রিয়াঙ্কা চোপড়ার বারফির মতো চলচ্চিত্রে অভিনয় করতে চাই।

সংক্ষিপ্ত সফরে কুয়ালালামপুরের বুকিত বিনতাং রোববার (১৬ ফেব্রুয়ারি) এনটিভি মালয়েশিয়া আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে পূজা চেরির।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত