Homeদেশের গণমাধ্যমেআবারও শিকলে বেঁধে ভারতীয়দের ফেরত পাঠালেন ট্রাম্প

আবারও শিকলে বেঁধে ভারতীয়দের ফেরত পাঠালেন ট্রাম্প

[ad_1]

দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্প। বিভিন্ন দেশ থেকে আসা অবৈধ অভিবাসীদের আটক করে বিমানে তুলে নিজ দেশে ফেরত পাঠাচ্ছেন তিনি। এরই অংশ হিসেবে ফেরত পাঠানো হচ্ছে অনেক ভারতীয়কেও।

ইতোমধ্যে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থান করা ব্যক্তিদের নিয়ে দুটি বিমান ভারতে এসেছে। সর্বশেষ শনিবার রাতে ১১৬ জন ভারতীয় নাগরিককে ফেরত পাঠান ট্রাম্প। তবে গতবারের মতো এবারও এসব ভারতীয়কে শিকলে বেঁধে ফেরত পাঠানো হয়েছে, যা নিয়ে তৈরি হয়েছে তুমুল আলোচনা সমালোচনার ঝড়।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, শনিবার রাতে দ্বিতীয় দফায় অবৈধ অভিবাসীদের ভারতে ফেরত পাঠিয়েছে আমেরিকা। তবে হাতকড়া-শিকল বিতর্ক এবারও পিছু ছাড়ল না। আমেরিকা থেকে ফেরা এক অবৈধবাসী দাবি করেছেন, তাদের হাতকড়া পরিয়েই বিমানে নিয়ে আসা হয়েছে। শুধু তা-ই নয়, ওই অবৈধবাসী দাবি করেছেন তাদের পায়েও শিকল পরানো হয়েছিল।

খবরে বলা হয়েছে, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাক্ষাতের পর এই প্রথম বিমানবোঝাই করে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থান করা ভারতীয়দের ফেরত পাঠাল আমেরিকা। এর আগে গত ৫ ফেব্রুয়ারি ট্রাম্পের পাঠানো সামরিক বিমানে ভারতীয় অবৈধ অভিবাসীদের হাতকড়া পরিয়ে, শিকলে বেঁধে নিয়ে আসা হয়েছিল। তা নিয়ে বিতর্কও কম হয়নি। ধারণা করা হচ্ছিল মোদির আমেরিকা সফর করে আসার পর এবার হয়ত এমন অপমানজনক কিছু ঘটবে না। কিন্তু এবারও তাদের একইভাবে ফেরত পাঠানো হলো।

এই ভাবে কেন অবৈধবাসীদের ফেরত পাঠাচ্ছে আমেরিকা, তা নিয়ে প্রশ্নও উঠেছে ভারতের সংসদে। বিতর্কের আবহেই দুদিনের আমেরিকা সফরে যান মোদি। ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন হোয়াইট হাউসে। দুই রাষ্ট্রনেতার বৈঠকের পর দ্বিতীয় দফার অবৈধ ভারতীয়দের কী অবস্থায় ফেরানো হয়, সে দিকে কৌতূহলী নজর ছিল সবার।

সংবাদমাধ্যমটি আরও বলছে, এটি ছিল মোদি সরকারের কূটনীতির জন্য একটি পরীক্ষা। বিরোধীদলগুলোও ছিল এ বিষয়ে সরব। এরমধ্যেই শনিবার রাত সাড়ে ১১টায় আমেরিকান সামরিক বাহিনীর একটি বিমান ভারতীয় নাগরিকদের নিয়ে পাঞ্জাবের অমৃতসর বিমানবন্দরে অবতরণ করে। তবে দুঃখের বিষয় হলো, গতবারের মতো এবারও তাদের শিকল পরিয়েই ফেরত পাঠানো হয়েছে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত