Homeদেশের গণমাধ্যমেথিয়েটার ফ্যাক্টরির নতুন নাটক ‘কমলা রঙের বোধ’ 

থিয়েটার ফ্যাক্টরির নতুন নাটক ‘কমলা রঙের বোধ’ 

[ad_1]

বাংলা ভাষার অন্যতম প্রধান কবি জীবনানন্দ দাশের ১২৬তম জন্মবার্ষিকী আগামীকাল সোমবার। এই দিবসটি উদযাপনে কবি জীবনানন্দ দাশ স্মরণে ‘কমলা রঙের বোধ’ নামক নতুন একটি নাটকের পোস্টার অবমুক্ত করবে নাট্য সংগঠন থিয়েটার ফ্যাক্টরি।

রোববার (১৬ ফেব্রুয়ারি) সংগঠনের প্রচার ও প্রকাশনা কারিগর মুনমুন খানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জীবনানন্দ দাশের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে শাহবাগস্থ বাংলাদেশ টেনিস ফেডারেশনের ৬ নম্বর কক্ষে সংগঠনের দলীয় অস্থায়ী কার্যালয়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় আলোচনা, আবৃত্তি, নাট্যাংশ পাঠ ও সংগঠনের নতুন প্রযোজনা ‘কমলা রঙের বোধ’-এর পোস্টার অবমুক্ত করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কবি জীবনানন্দ দাশের সাহিত্য-জীবন ও কর্ম অবলম্বনে ‘কমলা রঙের বোধ’ নাটকটির রচনা ও নির্দেশনার দায়িত্ব পালন করছেন অলোক বসু। নাটকটি আগামী এপ্রিল মাসে মঞ্চে আনার পরিকল্পনা গ্রহণ করেছে থিয়েটার ফ্যাক্টরি।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত