[ad_1]
এ প্রজন্মের সংগীতশিল্পী, নৃত্যশিল্পী ও উপস্থাপিকা ইয়াসমিন লাবণ্য। নতুন জীবনে পা রাখলেন তিনি। বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছেন ইঞ্জিনিয়ার মহি খানের সঙ্গে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিশ্ব ভালোবাসা দিবসে এ দুজনের কাবিন সম্পন্ন হয়।
এ নিয়ে লাবণ্য জানান, মহির সঙ্গে তার পরিচয় ১০ বছরের। একসঙ্গে পথ চলতে চলতে একটা সময় এসে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দুই পরিবারের আলোচনা এবং পরবর্তী সময়ে পরিবারের সম্মতিতে তাদের কাবিন সম্পন্ন হয়। শিগগিরই বড় পরিসরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
মহি খানের সঙ্গে বিয়ে হওয়া প্রসঙ্গে ইয়াসমিন লাবণ্য বলেন, ‘মহান আল্লাহর প্রতি অসীম কৃতজ্ঞতা যে, তিনি ঠিক আমার মনেরই মতন একজন মানুষ জীবনসঙ্গী হিসেবে নির্ধারণ করে দিয়েছেন। নতুন এক জীবনে প্রবেশ করা হলো আমার। মহিকে পেয়ে সত্যিই আমি ভীষণ খুশি। আমরা দুজন দুজনকে বেশ ভালো বুঝি। আমার বিশ্বাস, আমরা সুখে-দুঃখে একসঙ্গে সারাটা জীবন কাটিয়ে দিতে পারব। যেহেতু একেবারেই পারিবারিক আয়োজনে আমাদের কাবিন সম্পন্ন হয়েছে। আগামীতে বড় পরিসরে অনুষ্ঠান করার ইচ্ছা রয়েছে। তখন ইনশাআল্লাহ আমার ভালোবাসার মানুষদের সঙ্গে নিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করব। সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাদের সুস্থ রাখেন, ভালো রাখেন।’
[ad_2]
Source link