Homeবিনোদনমারা গছেন অভিনেতা শাহবাজ সানী

মারা গছেন অভিনেতা শাহবাজ সানী

[ad_1]

মারা গিয়েছেন ইউটিউব ও টেলিভিশনের জনপ্রিয় তরুণ অভিনেতা শাহবাজ সানী। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব।

আজ সকাল ৭টার দিকে অপূর্ব তার ফেসবুক থেকে সানীর একটি সাদা কালো ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘অভিনেতা শাহবাজ সানী আর আমাদের মাঝে নেই। ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন। সবাই সানীর জন্য দোয়া করবেন।’

তার এই পোস্টের পর দেশের শোবিজের আরও অনেকে তারকাই সানীর মৃত্যু নিয়ে পোস্ট করেন।

শাহবাজ সানী ইমরাউল রাফাতের ‘কাছে আশার পর’ নাটকের মাধ্যমে শোবিজে পা রাখেন। ২০১৮ সালে গোলাম কিবরিয়া ফারকীর পরিচালনায় ‘আব্দুল্লাহ’ নাটকে প্রথমবার প্রধান চরিত্রে দেখা যায় তাকে। তার অভিনীত জনপ্রিয় নাটকের মধ্যে রয়েছে— ‘চরের মাস্টার’, ‘বিফলে মূল্য ফেরত’, ‘ট্রাভেল শো’, ‘মহব্বত’ ইত্যাদি। তার মৃত্যুর কারণ এখনো জানা যায়নি।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত