Homeদেশের গণমাধ্যমেচিন্ময় অনুসারী কথক দাশের তিনদিনের রিমান্ড

চিন্ময় অনুসারী কথক দাশের তিনদিনের রিমান্ড

[ad_1]

ইসকনকে নিয়ে ফেসবুক পোস্ট দেওয়াকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরীর হাজারী গলিতে যৌথবাহিনীর ওপর হামলার মামলায় কারাগারে থাকা চক্ষু বিশেষজ্ঞ ডা. কথক দাশের তিনদিনের রিমান্ড দিয়েছেন আদালত। সোমবার ১৭ ফেব্রুয়ারি দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৬ষ্ঠ আদালতের বিচারক কাজী শরিফুল ইসলাম এ আদেশ দেন।

এর আগে জাতীয় পতাকা অবমাননার আরেক মামলায় দুইদিনের রিমান্ড দেন আদালত। গত ৫ ফেব্রুয়ারি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডা. কথক দাশকে গ্রেফতার করে পুলিশ।

চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) অ্যাডভোকেট মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, ইসকনকে নিয়ে দেওয়া ফেসবুক পোস্টকে কেন্দ্র করে হাজারী গলিতে অভিযানের সময় যৌথবাহিনীর ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় ডা. কথক দাশের ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

ডা. কথক দাশ লায়ন্স চক্ষু হাসপাতালের মাইক্রো, লেজার ও ফ্যাকো সার্জন এবং বাংলাদেশ আই হসপিটালের কনসালটেন্ট। ইসকনের বহিষ্কৃত সংগঠক চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারী হিসেবেও তিনি পরিচিত।

আদালত সূত্র জানা গেছে, নগরীর হাজারী গলি মিয়া শপিং সেন্টারের একটি দোকানের মালিক ওসমান মোল্লা ফেসবুকে ইসকন নিয়ে কটূক্তিমূলত পোস্ট করেন। এ নিয়ে গত বছরের ৫ নভেম্বর স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। পরে বিক্ষুব্ধ সনাতন ধর্মালম্বীরা রাতে মার্কেটের সামনে জড়ো হয়ে দোকানটি ঘিরে ফেলে। এসময় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওসমান মোল্লাকে উদ্ধারের চেষ্টা করলে মার্কেট ঘেরাও করা লোকজন যৌথবাহিনীর সদস্যদের উপর ইট-পাটকেল এবং অ্যাসিড নিক্ষেপ করে হামলা চালায়। এতে বেশ পুলিশসহ আইনশৃংখলা বাহিনীর কয়েকজন সদস্য আহত হন। এ ঘটনায় পরদিন ৬ নভেম্বর রাতে কোতোয়ালী থানার এসআই মিজানুর রহমান বাদী হয়ে ৪৯ জনকে এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা আরও ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

এমডিআইএইচ/এমএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত