Homeদেশের গণমাধ্যমে১১দিন পর বাংলাদেশির মরদেহ ফেরত দিল বিএসএফ

১১দিন পর বাংলাদেশির মরদেহ ফেরত দিল বিএসএফ

[ad_1]


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫২, ১৮ ফেব্রুয়ারি ২০২৫  

১১দিন পর বাংলাদেশির মরদেহ ফেরত দিল বিএসএফ

বাংলাদেশি মো. বারিকুল ইসলামের মরদেহ ১১দিন পর ফেরত দিয়েছে বিএসএফ।


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রঘুনাথপুর সীমান্তে বিএসএফের নির্যাতনে মারা যাওয়া বাংলাদেশি মো. বারিকুল ইসলামের মরদেহ ১১দিন পর ফেরত দিয়েছে বিএসএফ। 

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে সোনামসজিদ বিওপির দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে তার পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

বারিকুল ইসলামের মরদেহ গ্রহণ করে তার চাচা মো. ইকবাল হোসেন। এসময় সোনামসজিদ ইমিগ্রেশন পুলিশ, বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সদস্যরা উপস্থিত ছিলেন।

বারিকুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের জিগরিপাড়া গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মো. সেতাবুল ইসলাম।

চলতি বছরের ৭ ফেব্রুয়ারি সীমান্ত পিলার ১০/২ থেকে প্রায় দুই কিলোমিটার অভ্যন্তরে প্রবেশ করে বারিকুল ইসলাম। এসময় ভারতীয় বাজিতপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। বিএসফের হেফাজতে এতদিন মরদেহটি ছিল। 

এ ঘটনার ১১দিন পর পরিবারের কাছে মরদেহ ফেরত দেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

মরদেহ ফেরত পাবার তথ্যটি নিশ্চিত করে নিহতের চাচা ইকবাল হোসেন বলেন বলেন, “মঙ্গলবার বিকেলে ভাতিজার মরদেহ ফেরত পেয়েছি। এদিন রাত ৭টায় জামাজে জানাজা শেষে তাকে স্থানীয় গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।”

ঢাকা/শিয়াম/এস



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত