Homeসাহিত্যবগুড়ায় তিন কবির কবিতাসন্ধ্যা 

বগুড়ায় তিন কবির কবিতাসন্ধ্যা 

[ad_1]

বগুড়া লেখক চক্রের আয়োজনে শুক্রবার সন্ধ্যায় তিনকবির কবিতাসন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। কবিগণ হলেন কবি কামরুল হাসান, কবি এমরান কবির ও কবি তিথি আফরোজ।

অনুষ্ঠানে কবি এমরান কবিরের গল্পগ্রন্থ ‘বৃষ্টি ও নাকফুলের গল্প’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।

 ‘বৃষ্টি ও নাকফুলের গল্প’ গল্পগ্রন্থের মোড়ক উন্মোচন
কবিতা পাঠের আগে সংগঠনের পক্ষ থেকে কবিদের ফুল এবং উত্তরীয় পরিয়ে দেন প্রধান অতিথি অধ্যাপক ডা. মোঃ জাকির হোসেনসহ অতিথিরা। প্রধান অতিথি বলেন— “পেশায় আমি একজন ডাক্তার। ডাক্তার মানুষের শরীরের অসুখের চিকিৎসা করেন, আর কবি মনের রোগের ডাক্তার। সুস্থ শরীরের জন্য শুধু শারীরিকভাবে সুস্থ থাকলেই হবে না, মানসিকভাবে সুস্থ থাকা জরুরি। কবিরা সেই কাজটি গুরুত্ব সহকারে করে যাচ্ছেন।”
কবি এমরান কবির, কবি তিথি আফরোজ ও কবি কামরুল হাসান
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া লেখক চক্রের উপদেষ্টা কবি-প্রাবন্ধিক খৈয়াম কাদের, স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি কবি ইসলাম রফিক। ধন্যবাদ জ্ঞাপন করেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক এম রহমান সাগর। বাচিকশিল্পী অলোক পাল ও কবি সিকতা কাজলের সঞ্চালনায় কবিতাসন্ধ্যায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা কবি প্রাবন্ধিক শোয়েব শাহরিয়ার, এ্যাড. পলাশ খন্দকার এবং গোলাম সাকলায়েন বিটুল, ইয়ুথ কেয়ারের সভাপতি আতিকুর রহমান মিঠু, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সহকারী পরিচালক ড. আহমেদ আব্দুল্লাহ। শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংবাদিক মাজেদুর রহমান, সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুর রাজজাক বকুল, সংস্কৃতজন মির্জা আহসানুল হক দুলাল প্রমুখ। 



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত