Homeদেশের গণমাধ্যমে‘২৮ অক্টোবরের তাণ্ডব দিয়ে আ.লীগের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড শুরু’

‘২৮ অক্টোবরের তাণ্ডব দিয়ে আ.লীগের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড শুরু’

[ad_1]

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেছেন, ২৮ অক্টোবর নারকীয় তাণ্ডবলীলার মধ্য দিয়ে আওয়ামীলীগ দেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড শুরু করেছে। সেদিন শেখ হাসিনার নির্দেশে আ.লীগ নেতাকর্মীরা সারা দেশ থেকে লগি বৈঠা নিয়ে ঢাকায় গিয়ে নির্মম তাণ্ডব চালিয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) বিকেলে নাটোরের বড়াইগ্রাম পৌরসভা চত্ত্বরে উপজেলা জামায়াতের যুব বিভাগের উদ্যোগে ‘ভয়াল ২৮ অক্টোবর’ উপলক্ষ্যে আয়োজিত যুব সমাবেশে তিনি এসব কথা বলেন।

মঞ্জুরুল ইসলাম বলেন, এদিনের নারকীয়তার মধ্য দিয়েই দেশে ফ্যাসিবাদের উত্থান হয়েছে। দেশপ্রেমিক শক্তিকে সরিয়ে হাসিনার স্বৈরাচার প্রতিষ্ঠার জন্যই সেদিন এ নৃশংস ঘটনা ঘটানো হয়। এদিনের সুত্র ধরেই পিলখানা হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। একই কায়দায় জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে জামায়াত নেতাদেরকে হত্যা করা হয়েছে।

তিনি বলেন, শাপলা চত্ত্বরের নির্মম হত্যাযজ্ঞও সৃষ্টি করেছিল এই আ.লীগ সরকার। তিনি অবিলম্বে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ড, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্ত্বর এবং সর্বশেষ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্মম হত্যাকাণ্ডের বিচার শুরু করার দাবি জানান।

ছাত্রশিবির সভাপতি বলেন, আমাদের যুবকরা যেভাবে জেগে উঠে স্বৈরাচারী হাসিনাকে দেশ ছাড়া করেছে। তেমনি ভাবেই তারা জেগে উঠলে এদেশে ইসলামী বিপ্লবের পতাকা উড়বে ইনশাল্লাহ। যে আইন দিয়ে আ.লীগ আমাদের নেতাদের হত্যা করেছে, সে আইনেই, সেই ট্রাইব্যুনালেই আ.লীগ নেতাদের গ্রেপ্তার শুরু হয়েছে, তাদের বিচারও এই আইনেই হবে। দেশপ্রেমিক শক্তি ঐক্যবদ্ধ থাকলে এদেশে আর কখনও হাসিনার মতো ফ্যাসিবাদের জন্ম হবে না ইনশাল্লাহ।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত