[ad_1]
দেখা দিলেন ‘দ্য ওডিসি’র নায়ক। গ্রিক কবি হোমারের ‘দ্য ওডিসি’ মহাকাব্য অবলম্বনে একই নামে সিনেমা বানাচ্ছেন ক্রিস্টোফার নোলান। এতে মুখ্য চরিত্র ওডিসিয়াসের ভূমিকায় দেখা যাবে ম্যাট ডেমনকে। গতকাল তাঁর চরিত্রের লুক প্রকাশ পেল। এতে বিভিন্ন চরিত্রে আরও দেখা যাবে টম হল্যান্ড, জেন্ডায়া, অ্যান হ্যাথাওয়ে, রবার্ট প্যাটিনসন, শার্লিজ থেরনসহ জনপ্রিয় অনেক অভিনয়শিল্পীকে। মহাকাব্যে ওডিসিয়াসের বিচরণস্থল ছিল সিসিলি, সেখানেই শুটিং করবেন নোলান। শিগগিরই শুরু হবে শুটিং। সিনেমাটি মুক্তি পাবে ২০২৬ সালের ১৭ জুলাই।
[ad_2]
Source link