Homeবিনোদনপর্দা উঠছে ১১তম ঢাকা আন্তর্জাতিক মোবাইল ফিল্ম ফেস্টিভ্যালের

পর্দা উঠছে ১১তম ঢাকা আন্তর্জাতিক মোবাইল ফিল্ম ফেস্টিভ্যালের

[ad_1]

পর্দা উঠতে চলেছে ১১তম ঢাকা আন্তর্জাতিক মোবাইল ফিল্ম ফেস্টিভ্যালের। এবারের ফেস্টিভ্যালের থিম একতারা। ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের (ইউল্যাব) আয়োজনে আগামী ২২ ও ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে এই চলচ্চিত্র উৎসব।

আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ইউল্যাব ক্যাম্পাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ফেস্টিভ্যাল ডিরেক্টর হোসেন আহমেদ হাসিবুল হক, ফেস্টিভ্যাল কোঅর্ডিনেটর এস. এম. রাহনুমা অপশরা এবং পিআর ম্যানেজার মো. সামিউজ্জামান।

সংবাদ সম্মেলন সূত্রে জানা যায়, স্টার সিনেপ্লেক্সের সহযোগিতায় আয়োজিত এবারের ফেস্টিভ্যালে ২৮টি দেশের চলচ্চিত্র নির্মাতাদের চলচ্চিত্র প্রদর্শন করা হবে।

আগামী ২২ ফেব্রুয়ারি সকাল ১১টায় ধানমন্ডির ইউল্যাব ক্যাম্পাস চলচ্চিত্র উৎসব শুরু হবে এবং ২৩ ফেব্রুয়ারি ৬টা ৩০ এ সীমান্ত সম্ভারের স্টার সিনেপ্লেক্সে ফেস্টিভ্যালটির সমাপ্তি অনুষ্ঠান হবে।
এবারের উৎসবে ৪টি ক্যাটাগরিতে চলচ্চিত্র নির্বাচন করা হয়েছে। সেগুলো হলো-ওপেন ডোর, শর্ট ফিল্ম, ভার্টিকাল ফিল্ম ও ওয়ান মিনিট।

ওয়ান মিনিট বিভাগের চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ‘ওয়ে আউট’ (কইরোম আনিক) এবং ‘ইন ফ্রন্ট অফ মি’ (মো. রাকিবুল হাসান রাজন)। ভার্টিক্যাল ফিল্ম বিভাগে নির্বাচিত সিনেমাগুলি হলো ‘দ্য ইন্টারভিউ’ (মাইকেল জেমস পার্কস), ‘সুন্দরি আ লস্ট সোল’ (জিশান জ), ‘এ শর্ট: জার্নি’ (মো. রাহাতুদ জামান রঙ্গন), ‘লিম্বাস’ (এম. সি. জনেট) এবং ‘আপলোড’ (আদাম জর্জ)।

এ ছাড়া ওপেন ডোর বিভাগে নির্বাচিত সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘মেসেজ’ (সাঈদ মোলভাজি), ‘লুলু ইন টুরিন’ (ইয়ান চার্লস লিস্টার), ‘হোপ’ (আর্শিয়া জেইনালি), ‘ডেমন ডগ’ (জুলিয়ানা পারনেল), ‘দ্য রেড মার্কেট’ (ক্রিস্টোফার ম্যাথিউ স্পেন্সার) এবং ‘হুইস্পার্স অব ডিসপেয়ার’ (ইফতিয়ার আহমদ আকিব)।

এবারের উৎসবে ওপেন ডোর ও ভার্টিকাল ফিল্মের বিচারক হিসেবে থাকবেন বাংলাদেশি পরিচালক তানিম রহমান আংশু এবং শর্ট ফিল্ম ও ওয়ান মিনিট বিভাগের বিচারক হিসেবে থাকবেন হলিউড পরিচালক ও লেখক রিচার্ড গ্রিনউড জুনিয়র।

মোবাইল ফিল্মমেকিং প্রচারে ২০১৫ সাল থেকে ঢাকা আন্তর্জাতিক মোবাইল ফিল্ম ফেস্টিভ্যাল একটি নিবেদিত প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে আসছে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত