Homeজাতীয়গঠন হচ্ছে বৈষম্যবিরোধীদের নতুন ছাত্রসংগঠন, আত্মপ্রকাশ আজ

গঠন হচ্ছে বৈষম্যবিরোধীদের নতুন ছাত্রসংগঠন, আত্মপ্রকাশ আজ

[ad_1]

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার নেতৃত্বে বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে একটি নতুন ছাত্রসংগঠন আত্মপ্রকাশ করতে যাচ্ছে। আজ শনিবার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে এই সংগঠনটি।

নতুন এই ছাত্রসংগঠনের সাংগঠনিক কাঠামো সম্পর্কে জানতে চাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার এক গণমাধ্যমে জানান, “আমরা যে নতুন ছাত্রসংগঠন নিয়ে আসছি তাতে প্রাথমিকভাবে আমরা আহ্বায়ক কমিটি গঠন করতে যাচ্ছি। এক্ষেত্রে সর্বোচ্চ পদের ক্রম হবে আহ্বায়ক, সদস্যসচিব, মুখপাত্র এবং সংগঠক। এক্ষেত্রে আহ্বায়কের সঙ্গে যুগ্ম আহ্বায়ক প্যানেল এবং সদস্যসচিবের সঙ্গে যুগ্ম সদস্যসচিব প্যানেল থাকবে।”

নতুন সংগঠনটির নেতৃত্বের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেওয়া হয়নি। তবে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক সূত্র নিশ্চিত করেছে যে, নতুন ছাত্রসংগঠনের আহ্বায়ক হিসেবে দায়িত্ব নেবেন আবু বাকের মজুমদার এবং সদস্যসচিব পদে থাকবেন আব্দুল কাদের। এছাড়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যেসব নেতারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, তাদেরকেই নতুন সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হবে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত