Homeসাহিত্যফ্যাক্টচেক /ভারতীয় অভিনেত্রীর উন্মুক্ত বক্ষের দৃশ্যকে বাংলাদেশি তরুণীর ধর্ষণবিরোধী প্রতিবাদ বলে প্রচার

ফ্যাক্টচেক /ভারতীয় অভিনেত্রীর উন্মুক্ত বক্ষের দৃশ্যকে বাংলাদেশি তরুণীর ধর্ষণবিরোধী প্রতিবাদ বলে প্রচার

[ad_1]

নিজের স্তন উন্মুক্ত করে বাংলাদেশে ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন এক তরুণী—এ দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এটি নানা ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ থেকে প্রায় একই ক্যাপশনে ছড়ানো হয়েছে। ভিডিওটিতে কান্নারত এক তরুণীর বুক খোলা অবস্থায় দেখা যায়। কিছুক্ষণ পর তাকে ব্লাউজের বোতাম আটকাতে দেখা যায়। ‘Pearl-মুক্তা’ নামের ফেসবুক পেজ থেকে আজ রোববার বেলা ১২টা ৫৮ মিনিটে প্রকাশিত পোস্টটি সবচেয়ে বেশি ছড়িয়েছে। ভিডিওর ক্যাপশনে লেখা, ‘প্রতিবাদ করতে গিয়ে পুরুষজাতিকে আরো হর্ণি করে দিলাম।’ (বানান অপরিবর্তিত)

আজ সন্ধ্যা ৭টা পর্যন্ত ভিডিওটি ৪৬ হাজার বার দেখা হয়েছে এবং পোস্টটিতে এক হাজার রিঅ্যাকশন পড়েছে। পোস্টটিতে ৫৯টি কমেন্ট পড়েছে এবং শেয়ার হয়েছে ৬২। কমেন্টে ভিডিওতে থাকা তরুণীকে বাংলাদেশি উল্লেখ করে কমেন্ট করেছেন। ‘Sumaiya Rahman Akhi’ নামের অ্যাকাউন্ট থেকে লেখা হয়েছে, ‘শাহবাগীদের লজ্জা শরম এমনিতেও নাই, সেটা আরেকবার খুলে দেখাইলো’ (বানান অপরিবর্তিত)। ‘Tazin Ahmed Mùññå’ লেখেছে, ‘স্বাধীন বাংলাদেশ।’

ক্যাপশনে বাংলাদেশ উল্লেখ করে Md ALom Badsha, Sk Tunmoy Sajjat এবং Nahid Hasan নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করা হয়।

‘দেশে অতিরিক্ত ধর্ষণের বিরুদ্ধে নিজের স্তন উন্মুক্ত করে প্রতিবাদ করলেন এক তরুণী’—এই ক্যাপশনে Kushtiar Trend ফেসবুক পেজে আজকে বিকেল ৪টা ৪০ মিনিটে একই দাবিতে একটি ছবি পোস্ট করা হয়।

ভিডিওর কিছু কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করা হলে Kinkini Sengupta Sarkar নামের ফেসবুক অ্যাকাউন্টে ভিডিওটি পাওয়া যায়। ভিডিওটি ২০২০ সালের ১০ মে তারিখে পোস্ট করা হয়।

নিজের স্তন উন্মুক্ত করে এক তরুণী দেশে ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন দাবিতে ছড়িয়ে পড়া ভিডিওর সঙ্গে Kinkini Sengupta Sarkar নামের ফেসবুক অ্যাকাউন্টের ভিডিওর সাদৃশ্য। ছবি: স্ক্রিনশট

নিজের স্তন উন্মুক্ত করে এক তরুণী দেশে ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন দাবিতে ছড়িয়ে পড়া ভিডিওর সঙ্গে Kinkini Sengupta Sarkar নামের ফেসবুক অ্যাকাউন্টের ভিডিওর সাদৃশ্য। ছবি: স্ক্রিনশট

ভিডিওর ক্যাপশনে লেখা, ‘আমার স্তন-নাভি-যোনি জুড়ে তোমার জন্মরহস্য লুকিয়ে আছে পুরুষ,

লুকিয়ে আছে তোমার সন্তানের জন্মের ইতিহাস l

যদি আমায় নগ্ন করে রহস্য উন্মোচন করতে চাও খোলা বাজারে,

তবে আমায় দেবী সাজিয়ে পুজো কোরো না l

আমার দমবন্ধ হয়ে আসে ‘মা’ হওয়ার অত্যাচারে…

**রবীন্দ্রসঙ্গীতটি আশা অডিও প্রকাশিত দুর্নিবারের’ তুমি আমারি’ অ্যালবাম থেকে নিয়েছি l’

Kinkini Sengupta Sarkar নামে ফেসবুক অ্যাকাউন্টটি পর্যবেক্ষণ করে জানা যায়, এই ভিডিওতে থাকা নারীর নাম কিনকিনি সেনগুপ্ত সরকার। তিনি ভারতের একজন অভিনেত্রী। থাকেন কলকাতায়।

কিনকিনি সেনগুপ্ত সরকারের ফেসবুক অ্যাকাউন্ট। ছবি: স্ক্রিনশট

কিনকিনি সেনগুপ্ত সরকারের ফেসবুক অ্যাকাউন্ট। ছবি: স্ক্রিনশট

একই সার্চে থিয়েটার ক‍্যাফে নামে একটি ফেসবুক গ্রুপে একই তারিখ ও ক্যাপশনে Kinkini Sengupta Sarkar নামে ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করেন। তবে এই ভিডিওর ক্যাপশনে ‘#lockdownpractice’ হ্যাশটেগ লক্ষ্য করা যায়।

অনুসন্ধানে জানা যায়, ভারতে কোভিড-১৯ ভাইরাসের কারণে ২০২০ সালের মে মাসে লকডাউন চলছিল।

কিনকিনি সেনগুপ্ত সরকারের ফেসবুক অ্যাকাউন্টটি পর্যবেক্ষণ করে ২০২০ সালের মে মাস ও পরবর্তী বিভিন্ন সময়ে একাধিক ছোট নাটিকার (, , ) পোস্ট পাওয়া যায়।

উপরিউক্ত তথ্যাবলি থেকে ধারণা করা যাচ্ছে, ২০২০ সালের মে মাসে লকডাউনের সময় কিনকিনি সেনগুপ্ত সরকার নাটিকা করেছিলেন।

সুতরাং, তরুণী নিজের স্তন উন্মুক্ত করে দেশে ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন দাবিতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে থাকা তরুণী বাংলাদেশি নয়। প্রকৃতপক্ষে, কিনকিনি সেনগুপ্ত সরকার নামে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার একজন অভিনেত্রীর ২০২০ সালের মে মাসে কোভিড-১৯ চলাকালীন লকডাউনের সময়ে তৈরি একটি ছোট নাটিকা বাংলাদেশের তরুণী নিজের স্তন উন্মুক্ত করে দেশে ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন দাবিতে ছড়িয়ে পড়েছে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত