[ad_1]
আলাপচারিতায় অংশ নিয়ে দেশের প্রথম এভারেস্টজয়ী নারী নিশাত মজুমদার বলেন, পাহাড় ডাকে। যাঁরা পাহাড়ে যান, তাঁরাই শুধু সেই ডাক অনুভব করতে পারেন। কেউ যখন তাঁর সামর্থ্যের সবটুকু শেষ করে নিঃস্ব হন, তখন তিনি প্রকৃতির কাছে আত্মসমর্পণ করেন। সেখান থেকে শুরু হয় তাঁর আরেকটা নতুন যাত্রা। বিশালাকৃতির পাহাড়ের কাছে গেলে এই অনুভূতিগুলো উপলব্ধি হয়। খুব কম পর্বতারোহী শীতকালে পর্বতারোহণে যান। এই সময়টা খুব ঝুঁকিপূর্ণ। শীতকালীন অভিযানের অভিজ্ঞতা নিতে এবার ৫ জন নারী যাত্রা করেন। দেশ থেকে প্রচণ্ড শীতে নারীদের দলের হিমালয়ে যাওয়ার ঘটনা এই প্রথম। এ অভিযান প্রমাণ করেছে, নারীরা চাইলে সবই করতে পারেন। তিনি বলেন, অভিযাত্রী সংগঠন এ ধরনের রোমাঞ্চকর কার্যকলাপের মাধ্যমে তরুণদের ক্ষমতায়নে কাজ করে।
পাহাড় অভিযানের মধ্যেই ২ জানুয়ারি জন্মদিন ছিল পর্বতারোহী ইয়াছমিন লিসার। একটি চকলেট দিয়ে সহযাত্রীরা তাঁর জন্মদিন পালন করেন। ইয়াছমিন বলেন, পাহাড় হচ্ছে একটি জীবনদর্শন। পাহাড় শেখায় কীভাবে কম জিনিস দিয়ে জীবনে চলা যায়। পকেটভর্তি ডলার নিয়ে উঠেও পাহাড়ের চূড়ায় উঠে কিছু কেনার সুযোগ নেই। অনেক কিছু বহন করে পাহাড়ে আরোহণ সম্ভব নয়। তিনি বলেন, ‘শীতকাল হওয়ায় মাইনাস ২৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। ইয়ালা পাহাড়চূড়ায় ওঠার সময় মনে হচ্ছিল হয়তো ওঠা যাবে না। এত বরফ!’ তিনি জানান, প্রান্তিক নারীদের জীবনসংগ্রাম থেকে তিনি পাহাড় জয়ের শক্তি পান।
[ad_2]
Source link