[ad_1]
কিছু ষড়যন্ত্রকারী ও এজেন্সি তারা অন্তর্বর্তী সরকারের মাঝখানে ঢুকে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক আমিনুল হক।
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ ঐক্যবদ্ধ, সুসংগঠিত ও উজ্জীবিত রয়েছে। কোনও ষড়যন্ত্রকারী দেশের মানুষের কোনও ক্ষতি করতে পারবে না।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলশান ২ নম্বর ডিএনসিসি মার্কেটের সামনে ঢাকা মহানগর উত্তর গুলশান থানা বিএনপির কর্মীসভা ও রাষ্ট্র মেরামতের ৩১ দফার কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমিনুল হক বলেন, গত ১৫ বছর ধরে বাংলাদেশের মানুষ ও তরুণ প্রজন্ম ভোট দিতে পারেনি। মানুষ ভোট দিতে চায়। মানুষ তার নাগরিক অধিকার প্রয়োগ করতে চায়। কিন্তু কিছু ষড়যন্ত্রকারী ও এজেন্সি এই অন্তর্বর্তী সরকারের মাঝখানে ঢুকে গেছে। তারা জাতীয় নির্বাচনকে নিয়ে ষড়যন্ত্র করছে। বাংলাদেশের মানুষকে নিয়ে ষড়যন্ত্র করছে।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিএনপি ঢাকা মহানগর উত্তর এর সদস্য সচিব মো. মোস্তফা জামান। গুলশান থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক এস এ মামুনের সভাপতিত্বে সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শাহজাহান কবিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন ঢাকা মহানগর যুগ্ম-আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর হোসেন, ফেরদৌসী আহমেদ মিষ্টি, এবিএমএ রাজ্জাক প্রমুখ।
পল্লবীতে পঙ্গু ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ
সকালে পল্লবীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পঙ্গু ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করেন আমিনুল হক।
[ad_2]
Source link