[ad_1]
রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণের মামলায় গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শহিদুল ইসলাম খানকে (৬২) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৮ অক্টোবর) বিকেলে গোয়ালন্দ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কুমড়াকান্দি এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার মৃত আনসার আলী খানের ছেলে।
জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণের অভিযোগে গত ৩০ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী রাজিব মোল্লা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় একটি মামলা করেন। মামলায় ১৭০ জনের নাম উল্লেখ করা হয়। এ মামলায় অজ্ঞাতনামা আরও ৩০০ জনকে আসামি করা হয়।
গোয়ালন্দঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, রাজিব মোল্লার করা মামলায় তদন্তেপ্রাপ্ত আসামি হিসেবে শহিদুল ইসলাম খানকে সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়।
[ad_2]
Source link