Homeজাতীয়একটু খেয়াল রাখবেন যাতে সন্ত্রাসী সংগঠনের প্রচারে ভূমিকা না রাখেন: মাহফুজ আলম

একটু খেয়াল রাখবেন যাতে সন্ত্রাসী সংগঠনের প্রচারে ভূমিকা না রাখেন: মাহফুজ আলম

[ad_1]

আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগকে সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম বলেছেন, ছাত্রলীগ এখন আইনগত একটি নিষিদ্ধ সংগঠন। ছাত্রলীগের প্রচার-প্রসারে আইনগত ব্যারিয়ার আছে। আপনারা যারা সংবাদমাধ্যমে আছেন তারা এই দিকটা একটু খেয়াল রাখবেন, যাতে সন্ত্রাসী সংগঠনের প্রচারে আপনারা ভূমিকা না রাখেন।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাতে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

মাহফুজ আলম বলেন, কয়েকটি সংবাদপত্রে হামলার বিষয়ে একটা তথ্য আছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমরা শুনেছি। আমাদের দিক থেকে স্পষ্ট ভাষায় আমরা বলে দিতে চাই, সংবাদপত্রের ওপর কোনও ধরনের হামলা এই সরকার বরদাশত করবে না। কোনোদিক থেকে যদি আঘাত আসে তবে আমরা আইনগত ব্যবস্থা নেবো।

এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, প্রেস সচিব শফিকুল আলম প্রমুখ।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত