Homeপ্রবাসের খবরমালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের সিরিজ বৈঠক, নতুন সুযোগের সম্ভাবন

মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের সিরিজ বৈঠক, নতুন সুযোগের সম্ভাবন

[ad_1]

মালয়েশিয়ায় অনুষ্ঠিত হয়ে গেল ইন্টারন্যাশনাল ব্লু ইকোনমি কনফারেন্স ২০২৪। গত ১৯ ও ২০ অক্টোবর সাবাহ প্রদেশের কোতা কিনাবালুতে অনুষ্ঠিত এই কনফারেন্সে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ খোরশেদ আলম খাস্তগীরের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল অংশ নেয়।

বৈঠকে, মালয়েশিয়ার সাবাহ প্রদেশে বাংলাদেশিসহ বিভিন্ন পেশাজীবীদের কাজের সুযোগ থাকলেও সাধারণ কর্মীদের কাজের অনুমতি না থাকায় বাংলাদেশের পক্ষ থেকে দেশটির সাবাহ প্রদেশে বাংলাদেশিদের প্রবেশের জন্য মূখ্যমন্ত্রীর দফতরের বিশেষ পাস নেয়ার বিধান বাতিল এবং বাংলাদেশি কর্মী নিয়োগের অনুরোধ জানানো হয়। 

পরে, সাবাহ প্রাদেশিক সরকার বাংলাদেশিদের প্রবেশের জন্য বিশেষ পাস নেয়ার বিধান বাতিল করাসহ বাংলাদেশি কর্মী নিয়োগের বিষয়টি পুনরায় বিবেচনার আশ্বাস দেয়। এছাড়াও বৈঠকে দ্বিপাক্ষিক কৃষি উন্নয়ন ও বাণিজ্য বৃদ্ধির বিষয়টি তুলে ধরা হয়।

সাবাহ কৃষিমন্ত্রী বাংলাদেশের কৃষি পদ্ধতি বিশেষ করে ধান, মাছ উৎপাদন সম্পর্কে জানতে এবং বাংলাদেশের সাথে সহযোগিতার সুযোগ অন্বেষণের জন্য আগামী বছরের শুরুতে ঢাকা সফরে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন। 

এছাড়া কনফারেন্স চলাকালীন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে শুভেচ্ছা বিনিময় করেন ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ খোরশেদ আলম খাস্তগীর। প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সাম্প্রতিক বাংলাদেশ সফর নিয়ে উচ্ছ্বাস এবং তার ‘ভালো বন্ধু’ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে গঠনমূলক আলোচনায় আনন্দ প্রকাশ করেন। 

বাংলাদেশি প্রতিনিধি দলের জন্য সাবাহ’র সহকারী অর্থমন্ত্রী এবং ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট এন্ড এন্টাপ্রেনিউরশিপ মন্ত্রণালয়ের পার্মানেন্ট সচিব মধ্যহ্নভোজের আয়োজন করেন।

কনফারেন্সে আরও উপস্থিত ছিলেন সাবাহ প্রদেশের অর্থমন্ত্রী পাংলিমা মাসিদি মানজুন, উপ-মূখ্যমন্ত্রী কৃষি, মৎস ও খাদ্য নিরাপত্তামন্ত্রী ড. জেফরি জি কিটিংগান, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট এন্ড এন্টাপ্রেনিউরশিপ মন্ত্রণালয়ের স্থায়ী সচিব থমাস লজিজিন, প্রাদেশিক স্বরাষ্ট্র বিভাগের সচিব এজি শাহমিনান এজি শাহরি, সাবাহ অর্থনৈতিক উন্নয়ন ও বিনিয়োগ কর্তৃপক্ষের ডেপুটি প্রধান নির্বাহী ড. সং ভান লিয়ং, পুলিশ কমিশনার জাওতেহ ডিকুন এবং শ্রম বিভাগের পরিচালক ওয়ান জুলকফলি বিন ওয়ান সেতাপা।

এসময় একগুচ্ছ বৈঠকে ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ খোরশেদ আলম খাস্তগীরের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল অংশ নেয়। বৈঠকে কাউন্সেলর (রাজনৈতিক) প্রণব কুমার ভট্টাচার্য, প্রথম সচিব (শ্রম) এএসএম জাহিদুর রহমান, প্রথম সচিব (রাজনৈতিক) রেহানা পারভিন উপস্থিত ছিলেন।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত