Homeদেশের গণমাধ্যমেসর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেতা ডোয়াইন জনসন

সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেতা ডোয়াইন জনসন


সম্প্রতি ২০২৪ সালের বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেতা-অভিনেত্রীদের তালিকা প্রকাশ করেছে প্রখ্যাত মার্কিন সাময়িকী ফোর্বস । দীর্ঘ চার বছর পর আবারও শীর্ষস্থানে ফিরেছেন জনপ্রিয় হলিউড অভিনেতা ডোয়াইন জনসন। বিপুল পরিমাণ আয় করে তিনি রায়ান রেনল্ডস ও জেরি সাইনফেল্ডের মতো তারকাদের পেছনে ফেলেছেন। খবর: ফোর্বস ম্যাগাজিন

ফোর্বস সূত্রে জানা যায়, ডোয়াইন জনসন গত বছর আনুমানিক ৮৮ মিলিয়ন ডলার আয় করেছেন। এই আয়ের বেশির ভাগই এসেছে তার অভিনীত ‘রেড ওয়ান’, ‘মোয়ানা ২’ এবং তার পুরোনো সিনেমাগুলোর রয়্যালটি থেকে।

এই তালিকায় দ্বিতীয় স্থানে রায়ান রেনল্ডস গত বছর আয় করেছেন ৮৫ মিলিয়ন ডলার, তৃতীয় স্থানে থাকা কেভিন হার্ট ৮১ মিলিয়ন ডলার, চতুর্থ স্থানে থাকা জেরি সাইনফেল্ড ৬০ মিলিয়ন ডলার এবং পঞ্চম স্থানে থাকা হিউ জ্যাকম্যান আয় করেছেন ৫০ মিলিয়ন ডলার।

এ ছাড়া তালিকার ষষ্ঠ থেকে দশম স্থানে থাকা অভিনেতারা হলেন যথাক্রমে ব্র্যাড পিট, জর্জ ক্লুনি, নিকোল কিডম্যান, অ্যাডাম শ্যান্ডলার ও উইল স্মিথ।

আরও জানা যায়, শীর্ষস্থানীয় অভিনেতারা মূলত বড় পর্দার বাইরে থেকেই বিপুল অর্থ উপার্জন করেছেন। কারণ, ২০২৪ সালের শীর্ষ দশ ছবির মধ্যে ছয়টিই ছিল অ্যানিমেটেড, যেখানে অভিনেতারা সাধারণত বড় অঙ্কের পারিশ্রমিক পান না।

অত্যন্ত সফল একটি বছর কাটালেও টিমোথি শালামেট এ তালিকায় স্থান পাননি। কারণ, তার ২০২৪ সালের সফল ছবিগুলোর জন্য তিনি চুক্তি করেছিলেন আগের বছরই।

এদিকে ওটিটি থেকেও অনেক তারকা বিপুল অর্থ উপার্জন করেছেন। ব্র্যাড পিট ও জর্জ ক্লুনি ‘উলভস’ সিনেমার জন্য প্রত্যেকে ৩৫ মিলিয়ন ডলার পারিশ্রমিক পেয়েছেন। স্ট্রিমিং প্ল্যাটফর্মে চলচ্চিত্রের মালিকানা কেনার সুযোগ না থাকায়, তারকাদের বিশাল অঙ্কের সম্মানী আগেভাগেই পরিশোধ করা হয়।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত