[ad_1]
নাম প্রকাশ না করার শর্তে এক শ্রমিক প্রথম আলোকে বলেন, মালিকপক্ষ তিন দফায় আশ্বাস দিয়েও টাকা দেয়নি। রোববার টাকা দেওয়ার কথা থাকলেও মালিকপক্ষ টাকা না দিয়ে সন্ধ্যায় পালিয়ে যায়। ফলে তাঁরা বিক্ষোভ শুরু করেন। এক ঘণ্টার মধ্যে মালিকপক্ষ তাঁদের সঙ্গে দেখা না করবে—সেনাবাহিনীর এমন আশ্বাসে তাঁরা সড়ক ছেড়েছেন। এক ঘণ্টার মধ্যে মালিকপক্ষ না এলে তাঁরা আবার সড়ক অবরোধ করবেন।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সওগাতুল আলম বলেন, বকেয়া বেতনের দাবিতে প্রতীক নামের একটি পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে হতে না পারে সেই লক্ষ্যে পুলিশ প্রস্তুত ছিল। পরে সেনাবাহিনীর আশ্বাসের ভিত্তিতে শ্রমিকেরা সড়ক থেকে সরে যান।
[ad_2]
Source link