[ad_1]
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের স্নাতক সম্মান ২য় বর্ষের পরীক্ষা প্রযোজনা হিসেবে আজ জহির রায়হান মিলনায়তনের ল্যাব-৩ এ সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে মঞ্চস্থ হবে বার্টল্ড ব্রেখটের ‘থ্রি পেনি অপেরা’।
সমাজতান্ত্রিক মতাদর্শে বিশ্বাসী মহান নাট্যকার বার্টল্ড ব্রেখট সমাজবাস্তবতার নানান অসংগতি অকপটে তুলে ধরেছেন তার নাটকের মাধ্যমে। পুঁজিবাদী সমাজকে কটাক্ষ করে সমাজকাঠামোকে প্রোলেতারিয়েতের জন্য উপযুক্ত করে তুলবার লড়াইয়ে তিনি ছিলেন অগ্রপথিক। এ নাটকে ব্রেখট তীক্ষ্ণ ফলার কামান দাগেন ‘বুর্জোয়াতন্ত্র’-কে তাক করে। রাজনীতির দুর্বৃত্তায়ন, দুর্নীতি, বেশ্যাবৃত্তি, ভিক্ষাবৃত্তি, যুদ্ধ যে সমাজের ফসল, ব্রেখটের শব্দের বাণ ছুটে সে দিকে লক্ষ্য করেই।
নির্দেশক রেজা আরিফ বলেন— “এ প্রযোজনায় পুঁজিবাদী সভ্যতার উৎকট আচরণকে কটাক্ষ করা হয়েছে। সততা, ন্যায়, নৈতিকতা , বিবেকসহ সকল মানবিক গুণাবলি অর্থের কাছে বিক্রি হয়ে যায় আর আমরা সামাজিকগণ বেশ্যার মতো সে সভ্যতার সেবা করি। আমরা স্বীয় কর্তব্য এবং আত্মমর্যাদা ভুলে এক একটি পণ্য হয়ে উঠার প্রতিযোগিতায় নামি। পুলিশ, দারোয়ান, বেশ্যা, পুরোহিত, কেরানি, বিচারক, মুদি, ধনী-দরিদ্র নির্বিশেষে নিজেদের বিক্রির উদ্দেশ্যে দোকানের শোকেসে থরে থরে সাজানো পণ্যের মতো নিজেদেরকে বাজারে তুলি। প্রযোজনাটির নির্দেশনা কৌশল এই আত্ম-অনাচারকে আঘাত করতে চেয়েছে।”
নাটকে ডাকাত ম্যাকিথ চরিত্রে রয়েছেন সাজিদ বিন সিরাজ (দিলভী), ভিক্ষুকদের সর্দার পিচাম চরিত্রে সেলিম আহমেদ, মঞ্চ ভাবনায় নির্দেশক রেজা আরিফ, সুরকার অনিন্দ্য লিয়োনাদ এবং কোরিওগ্রাফিতে কুমু, ইন্দ্রানী ও তানিয়া । প্রযোজনাটির সঙ্গে মঞ্চে ও নেপথ্যে আছেন ফারজানা আক্তার ঊর্মি, হিমা রায়, মামিন্তির হাসান কুমু, কাংক্ষিতা কুন্ডু লগ্ন, তানিয়া হোসাইন, স্বর্ণালী মজুমদার, সুপ্তি মালাকার, ফারিয়া বারী, আলভী ইসলাম, অদিতি বিশ্বাস, ইন্দ্রানী দেবনাথ, শাহানাজ আক্তার শিলা, আনিকা তাসনিম, মনিকা তঞ্চঙ্গ্যা অপি, মারুফা ইসলাম শ্রাবণী, তানজিনা আক্তার শর্মী, রাবেয়া সুলতানা রাখি, জান্নাতুল ফেরদৌস পিয়া, তাসমিনা সুলতানা ঐশী, আকাশ সরকার, গোলাম রাসুল নাবিদ, স্নেহাশিষ অধিকারী, রাশেদ আহমেদ জয়, সেলিম আহমেদ, সাদমান সাকিব, মোহাম্মদ সজল হোসেন, মো: রাইয়ান মিয়া, মিন্টু চন্দ্র রায়, মিলয় নেকলা, লাপোল কড়া, নাজিরুল ইসলাম, তামান্না রাবেয়া, অনিন্দ্য লিয়োনাদ ধ্রুব, নেওয়াজ শরীফ শেখ, মুহাম্মদ উল্লাহ আবুযর, সাজিদ বিন সিরাজ, সজল সরেন রকি, সুদীপ্ত রায়, আবিদা সুলতানা ও মোঃ মামুনুর রেজা।
[ad_2]
Source link