[ad_1]
যে রাতটা রদ্রির কাছে হয়তো ঠিক স্বাভাবিক নয়। ১৮ বছর আগে সেই ফাবিও কানাভারোর পর প্রথম ডিফেন্সিভ খেলোয়াড় হিসেবে ব্যালন ডি’অর জিতলেও সব আলো তাঁর ওপর পড়বে কেন? মাঠে তো এমন হয়নি কখনো! এসব রাতের সঙ্গে যেসব তারকা পরিচিত কিংবা অভ্যস্ত রদ্রি ঠিক তেমন ধাঁচের নয়। সেরার মঞ্চে দাঁড়িয়েও রদ্রির মুখ ফুটে তাই বের হয়, ‘আমি সামাজিক যোগাযোগমাধ্যমে নেই। লোকে আমাকে তেমন একটা চেনে না। আমি সাধারন একজন। খেলা উপভোগ করি। নিজের কাজটাও। ভালো মানুষ হওয়ার চেষ্টা করি। শান্ত মানুষ।’
ধাঁচটা কি বোঝা গেল? হ্যাঁ, মাঠের জায়গাটুকুর মতোই। পেছন থেকে নীরবে-নিভৃতে আপন মনে নিজের কাজটা করে যাওয়ার যে শান্তি, ওটাই রদ্রির পৃথিবী।
সেই ‘পৃথিবী’টা আজ সবার সামনে স্বীকৃতি পেল, এতটুকুই যা!
[ad_2]
Source link