[ad_1]
লোকঐতিহ্যের এক সমৃদ্ধ রূপায়ণ যাত্রাপালা। ঐতিহ্য, চিন্তা, মূল্যবোধকে ধারণ করেই যাত্রাপালার বিস্তার। আবহমান বাংলার চিরায়ত লোকসংস্কৃতির অন্যতম শাখা যাত্রাপালা বরাবরই গণমানুষের সংস্কৃতি হিসেবে বিবেচিত। তৃণমূল মানুষের অন্তরে বাস্তবিক উন্নয়নের এক দর্পণের মতো কাজ করে যাত্রাপালা। তাই শিল্পকলা একাডেমি মনে করছে, মুক্তমঞ্চে অনুষ্ঠেয় উৎসবে সমাজের সব স্তরের শিল্পমাধ্যমের সরব উপস্থিতি প্রয়োজন।
[ad_2]
Source link