Homeদেশের গণমাধ্যমেলক্ষ্মীপুরে পিস্তলসহ যুবক আটক | কালবেলা

লক্ষ্মীপুরে পিস্তলসহ যুবক আটক | কালবেলা

[ad_1]

লক্ষ্মীপুরে দুটি বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্রসহ সোহেল নামে এক যুবককে আটক করে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছে ছাত্র জনতা।

সোমবার (২৮ অক্টোবর) রাত ১১টার দিকে সদর উপজেলার টুমচর ইউনিয়নের কালিরচরের তালতলা নামক এলাকা থেকে এসব অস্ত্রসহ তাকে আটক করা হয়।

আটককৃত স্থানীয় বাসিন্দা মো. হারুনের ছেলে বলে জানা যায়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, পূর্ব বিরোধের জের ধরে স্থানীয় বাসিন্দা আরিফ, আলমগীর ও সোহেল অটোরিকশাযোগে এসে একই এলাকার প্রতিবেশী তারেককে হুমকি-ধামকি দিয়ে গুলি করার ভয় দেখায়। এসময় তারা পিস্তল প্রদর্শন করে। খবর পেয়ে স্থানীয় জনতা তাদের ধাওয়া করে। এসময় আরিফ ও আলমগীর অস্ত্র ফেলে দিয়ে পালিয়ে গেলেও জনতার হাতে সোহেল ধরা পড়ে। এসময় তার কাছ থেকে রিভলভার ও নাইন-এমএম নামে দুটি পিস্তল ও ব্যাগ ভর্তি একটি চাপাতি (দেশীয় অস্ত্র) উদ্ধার করা হয়।

পরে খবর পেয়ে সেনাবাহিনীর মেজর জিয়া উদ্দিন আহমেদসহ সেনা সদস্যরা ও সদর থানা পুলিশ ঘটনাস্থল এলাকা থেকে অস্ত্রধারী যুবক ও অস্ত্রগুলো উদ্ধার করে তাদের হেফাজতে নেন।

লক্ষ্মীপুর সদর থানার এসআই আনিছ ঘটনার সত্যতা নিশ্চিত করে কালবেলাকে জানান, দুটি অস্ত্রসহ এক যুবককে আটক করে জনগণ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছে। অস্ত্রগুলো কার কিংবা কীভাবে এখানে আসছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আটককৃতকে জিজ্ঞাসাবাদসহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত