[ad_1]
আসছে রোজার ঈদে দেশের একটি বেসরকারি টেলিভিশনে প্রচারের জন্য নির্মিত হয়েছে বৃন্দাবনের দাসের রচনায় ও সকাল আহমেদের পরিচালনায় সাত পর্বের ধারাবাহিক নাটক ‘মধুমালা’। নাটকটির অন্যতম একটি প্রধান চরিত্রে অভিনয় করেছেন এই প্রজন্মের অভিনেত্রী লাবণ্য লিজা। সকাল আহমেদের নির্দেশনায় এই ধারাবাহিকে অভিনয় করে ভীষণ উচ্ছ্বসিত তিনি।
লিজা বলেন, ‘অভিনয় আমার পেশা। মনেপ্রাণে অভিনয়কে ভালোবাসি। যে কারণে যখন ক্যামেরার সামনে দাঁড়াই তখন চেষ্টা থাকে ভালোভাবে চরিত্রটি ফুটিয়ে তুলতে। বলা যায় নিজের চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তোলার ক্ষেত্রে একধরনের চ্যালেঞ্জ কাজ করে আমার মনে। মধুমালা সাত পর্বের ঈদ ধারাবাহিক নাটকটিতে আমি আমার চরিত্রটি শতভাগ ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আশা করছি দর্শকের ভীষণ ভালো লাগবে।’ এই ধারাবাহিকটিতে তার বিপরীতে অভিনয় করেছেন প্রাণ রায়।
লাবণ্য লিজা আরও জানান, সকাল আহমেদের পরিচালনায় ‘বিশ্বাস বনাম সরকার’ শিরোনামের আরও একটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন, যা শিগগিরই একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচারে আসবে।
এ ছাড়া সম্প্রতি লিজা অভিনীত সালাহ উদ্দিন লাভলুর ‘লাল পিঁপড়া কালো পিঁপড়া’, বর্ণনাথের ‘বাবার আশ্রয়’, ‘বাবার কষ্ট’, ‘মায়ের ছেলে সন্তান’, ফজলুর রহমান চৌধুরীর ‘সোহাগের সংসার’, ‘শালী আমার মনের মতো’ ইত্যাদি নাটকে অনবদ্য অভিনয় করেও বেশ প্রশংসিত হয়েছেন।
[ad_2]
Source link