[ad_1]
|| রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৪:৩৬, ৭ মার্চ ২০২৫
আপডেট: ১৪:৪১, ৭ মার্চ ২০২৫

রাজধানীতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে মার্চ ফর খিলাফা কর্মসূচির অংশ হিসেবে মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীর। পুলিশ টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদেরকে ছত্রভঙ্গ করেছে। ওই এলাকায় পুলিশ, র্যাব ও সেনা সদস্যদের মোতায়ন করা হয়েছে।
শুক্রবার (৭ মার্চ) জুমার নামাজ শেষ হওয়ার পরেই হিযবুত তাহরীরের ব্যানার নিয়ে মিছিল বের করা হয়। পুলিশের বাধা অতিক্রম করে মিছিলটি পল্টন মোড় পার হয়ে বিজয়নগর মোড়ের দিকে যায়। এ সময় পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে। মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। মিছিলে অংশগ্রহণকারীরা অলিগলিতে ঢুকে পড়েন। কিছুক্ষণ পরে তারা আবার সংগঠিত হয়ে পল্টন মোড়ের দিকে আসতে থাকেন। পুলিশ এ সময় সাউন্ড গ্রেনেড ছোড়ে। তখন মিছিলটি আবার ছত্রভঙ্গ হয়ে যায়।
হিজবুত তাহরীরের কর্মীদেরও ইট-পাটকেল ছুড়তে দেখা যায়। পুলিশ কয়েকজনকে আটক করে হেফাজতে নেয়।
এর আগে নিষিদ্ধঘোষিত হিযবুত তাহরীরের ‘মার্চ ফর খিলাফা’ কর্মসূচিকে কেন্দ্র করে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে ও আশপাশের এলাকায় সতর্ক অবস্থান নেন সেনাবাহিনী, র্যাব ও পুলিশের বিভিন্ন শাখার সদস্যরা।
ঢাকা/এমআর/রফিক
[ad_2]
Source link