Homeখেলাধুলামেসির পর সাহায্যের আবেদন জানালেন স্কালোনিও

মেসির পর সাহায্যের আবেদন জানালেন স্কালোনিও

[ad_1]

আর্জেন্টিনার জাতীয় ফুটবল দল শুধু মাঠেই নয়, বিপদের সময়ও জাতির পাশে দাঁড়ায়। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত বাহিয়া ব্লাঙ্কার জন্য এবার আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসির পর এগিয়ে এলেন দলের প্রধান কোচ লিওনেল স্কালোনি ও তার টেকনিক্যাল স্টাফরা।

আর্জেন্টিনার অন্যতম বাণিজ্যিক নগরী বাহিয়া ব্লাঙ্কা ভয়াবহ বন্যায় বিপর্যস্ত। প্রাণ গেছে ১৬ জনের, সহস্রাধিক মানুষ ঘরছাড়া। এমন পরিস্থিতিতে দেশজুড়ে শুরু হয়েছে সাহায্যের আহ্বান, যেখানে সংহতি প্রকাশ করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

স্কালোনি এক ভিডিও বার্তায় বলেন, ‘যে যতটুকু পারেন, সাহায্য করুন। ছোট্ট অবদানও এই কঠিন সময়ে অনেক মূল্যবান। বাহিয়ার জনগণের জন্য আমাদের ভালোবাসা ও সমর্থন।’

জাতীয় দলের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে ‘#JuntoXBahíaBlanca’ ক্যাম্পেইন চালু করা হয়েছে, যেখানে রেড ক্রসের মাধ্যমে অনুদান দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

জাতীয় দলের অধিনায়ক লিওনেল মেসিও সহমর্মিতা প্রকাশ করেছেন, তিনি ইনস্টাগ্রামে লিখেন, ‘খবরগুলো খুবই দুঃখজনক। যাদের প্রিয়জন হারিয়েছে, তাদের প্রতি গভীর সমবেদনা জানাই। বাহিয়ার সবাইকে শক্ত থাকতে বলছি।’

কেবল জাতীয় দলই নয়, আর্জেন্টিনার ক্লাব ফুটবলেও একাত্মতা দেখা যাচ্ছে। বোকা জুনিয়র্স, রিভার প্লেট, রেসিং, ইনডিপেন্ডিয়েন্তে ও সান লরেঞ্জোসহ ১৫টির বেশি ক্লাব ইতোমধ্যেই ত্রাণ সংগ্রহ শুরু করেছে।

এদিকে, স্কালোনির দল এখন বিশ্বকাপ বাছাইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে। ২১ ও ২৫ মার্চ উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামবে আলবিসেলেস্তেরা। তবে তার আগে, তারা বুঝিয়ে দিল – ফুটবল শুধু খেলার জন্য নয়, মানুষের জন্যও।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত