Homeদেশের গণমাধ্যমেলক্ষ্মীপুরে তিন ইটভাটা মালিককে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা

লক্ষ্মীপুরে তিন ইটভাটা মালিককে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা

[ad_1]

লক্ষ্মীপুরের কমলনগরে অবৈধভাবে পরিচালিত তিনটি ইটভাটার মালিককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অর্থদণ্ডপ্রাপ্ত ভাটা মালিকরা হলেন বেলাল হোসেন, বাহার মোল্লা ও আশ্রাফুজ্জামান রাসেল।

বুধবার (১২ মার্চ) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত উজ-জামান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার চর কাদিরা ও তোরাবগঞ্জ ইউনিয়নে এ অভিযান চালানো হয়।

ইউএনও রাহাত উজ-জামানের নেতৃত্বে অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মজিবুর রহমান, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. মুজাফফর হোসেন, সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযানের সময় ভাটার চিমনি ও চুল্লি গুঁড়িয়ে দেওয়া হয়।

ভাটাগুলো হলো চর কাদিরা ইউনিয়নে বেলাল হোসেনের মালিকানাধীন মেসার্স রহিমা ব্রিকস ও একই ইউনিয়নের বাহারের মেসার্স লতিফ ব্রিকস এবং তোরাবগঞ্জ ইউনিয়নের রাসেলের মেসার্স পাখি ব্রিকস।

উপজেলা প্রশাসন জানায়, অবৈধভাবে ভাটা পরিচালনা করায় পৃথক স্থানে অভিযান চালিয়ে ৩ প্রতিষ্ঠানের মালিককে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। প্রত্যেককেই ১ লাখ ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাত উজ-জামান গণমাধ্যমকে বলেন, অভিযানের সময় ভাটাগুলোর চিমিনি ও চুল্লি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। অবৈধ ভাটার কার্যক্রম বন্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

কেকে/এএমএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত