Homeদেশের গণমাধ্যমেএবার সিরাজগঞ্জে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

এবার সিরাজগঞ্জে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

[ad_1]


সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:২৮, ১৪ মার্চ ২০২৫  
আপডেট: ০০:৩৫, ১৪ মার্চ ২০২৫

এবার সিরাজগঞ্জে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ


মাগুরার শিশু আছিয়ার মৃত্যুর শোকে যখন পুরো দেশ ব্যথিত, তখন সিরাজগঞ্জের রায়গঞ্জ থেকে দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগের খবর এলো।

নিপীড়নের শিকার মেয়েটিকে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান শুরু হয়েছে।

রায়গঞ্জ থানার ওসি আসাদুজ্জামান এসব তথ্য দিয়েছেন। তিনি বলেছেন, রায়গঞ্জ উপজেলার নাড়ুয়া গ্রামের এক স্কুলছাত্র গত রবিবার (৯ মার্চ) সকাল ১০টার দিকে ওই ছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণ করে। এই ঘটনা স্থানীয়ভাবে আপসের চেষ্টা করে ব্যর্থ হয় ছেলেটির পরিবার। বুধবার (১২ মার্চ) সকালে বিষয়টি জানাজানির পর পুলিশের তদন্ত শুরু করে। 

অভিযুক্ত স্কুলছাত্রকে গ্রেপ্তারের চেষ্টা চলছে জানিয়ে ওসি আসাদুজ্জামান বলেন, পুলিশের সহযোগিতায় নির্যাতিত ওই শিশু ছাত্রীকে বুধবার (১২ মার্চ) রাত ১টার দিকে মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরইমধ্যে হাসপাতালে চিকিৎসাধীন মেয়েটির খোঁজখবর নেওয়া হয়েছে।

ওসি আরো বলেন, হাসপাতালে চিকিৎসাধীন স্কুলছাত্রী এখন ভালোর দিকে। তার বাবা থানায় এসেছেন। 

এই ঘটনায় মেয়েটির বাবা মামলা করার পর সন্দেহভাজন ধর্ষককে গ্রেপ্তারের চেষ্টা করছে। রাত ১২টায় এই খবর লেখা পর্যন্ত তাকে গ্রেপ্তারের তথ্য আসেনি রাইজিংবিডির হাতে। 

সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী বিভাগের চিকিৎসক ডা. উম্মে রুমান লীমা বলেন, প্রাথমিকভাবে ধর্ষণের ধারণা পাওয়া গেছে। তবে বর্তমানে বিলিডিং বন্ধ আছে। মেডিকেল রিপোর্ট হাতে পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে।

ঢাকা/আদিত্য/রাসেল



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত