Homeবিনোদনভূমির সঙ্গে ফিরছেন ইমরান | কালবেলা

ভূমির সঙ্গে ফিরছেন ইমরান | কালবেলা

[ad_1]

বলিউড অভিনেতা ইমরান খান। একসময় তাকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এ সিনেমা ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ ধরা হতো। যার কারণও ছিল অনেক। তবে সবকিছু ছেড়ে দিয়ে হঠাৎ করেই হারিয়ে যান তিনি। ১০ বছর বি-টাউনে কোনো ধরনের কাজেই দেখা যায়নি তাকে। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, আবারও অভিনয়ে ফিরছেন ইমরান। তবে বড় পর্দায় নয়, তাকে দেখা যাবে ওটিটি জায়ান্ট নেটফ্লিক্সের ওয়েব ফিল্মে।

২০০৮ সালে ‘জানে তু ইয়া জানে না’ দিয়ে বলিউডে অভিষেক হয় আমির খানের ভাগনে ইমরান খানের। প্রথম ছবিতেই পান ধুন্ধুমার সাফল্য। হয়ে ওঠেন বলিউডের অন্যতম ফেভারিট নায়ক। এরপর উপহার দেন ‘আই হেট লাভ স্টোরিস’, ‘দিল্লি বেলি’, ‘মেরি ব্রাদার কি দুলহান’-এর মতো সিনেমা। দীপিকা, কারিনা, ক্যাটরিনার মতো প্রথম সারির নায়িকাদের সঙ্গে কাজ করেও পরে স্বেচ্ছায় অভিনয় ছাড়েন তিনি। এবার ফিরছেন অভিনয়ে। যেখানে তার বিপরীতে অভিনয় করবেন ভূমি পেডনেকার। নেটফ্লিক্সের এ ওয়েব ফিল্মের নাম এখনো ঠিক হয়নি। আগামী এপ্রিল মাসে শুরু হবে এর শুটিং। এটি একটি লাভ স্টোরি গল্পে নির্মাণ হবে। পরিচালনার দায়িত্বে থাকবেন দানিশ আসলাম যিনি ইমরান-দীপিকাকে নিয়ে ‘ব্রেক কে বাদ’ তৈরি করেছিলেন। ওয়েব ফিল্মটি প্রযোজকের দায়িত্বে থাকবেন আমির খান। ২০১৫ সালে ‘কাট্টি বাট্টি’ সিনেমায় ইমরানকে শেষবার পর্দায় দেখা গিয়েছিল। নিখিল আদভানির পরিচালনায় এতে তার বিপরীতে অভিনয় করেন কঙ্গনা রানৌত।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত