[ad_1]
এক সময় ব্রায়ান লারা যে কারণে বিখ্যাত ছিলেন, লক্ষ্মণেরও সবচেয়ে বড় গুণ বলে মানা হয় সেটিকেই। অপরাজিত ২৭৫ রানে একটিও সুযোগ নেই, বাউন্ডারি মেরেছেন ৪৪টি-এসব নিয়ে বিস্ময় প্রকাশিত হলেও হতে পারে, তবে লক্ষ্মণ সেঞ্চুরি করার পরই ডাবল সেঞ্চুরির কথা বলতে শুরু করেছিলেন ভারতীয় সাংবাদিকরা। ডাবল হওয়ার পরই গাভাস্কার-কানহাই আর ট্রিপল সেঞ্চুরি চলে এল আলোচনায়। কারণ ‘বিগ হান্ড্রেড পে–য়ার’ হিসেবেই পরিচিতি লক্ষ্মণের। রঞ্জি ট্রফিতে দু-দুটো ট্রিপল সেঞ্চুরি করার একমাত্র কীর্তিটা তো এমনিই তার হয়নি।
তবে রঞ্জি ট্রফি আর টেস্ট ক্রিকেট এক নয়! রঞ্জিতে ট্রিপল সেঞ্চুরি করেছেন বলেই টেস্টেও তা করে ফেলবেন-এই স্বপ্ন লক্ষ্মণও দেখতে সাহস পাননি। স্বপ্ন দেখতেও কিছু রসদ লাগে, কিন্তু ভারতীয় টেস্ট ইতিহাসেই তো ট্রিপল সেঞ্চুরি নেই! অথচ লক্ষ্মণ এখন সেই স্বপ্নও সত্যি হওয়ার জন্য অপেক্ষা করছেন করমর্দনের দূরত্বে। লক্ষ্মণ কি পারবেন?
আবার নিজের চেয়ে দল চলে এল আগে, ‘আমি জানি না! আজ আমাদের টিম মিটিংয়ে কী সিদ্ধান্ত হবে, কীভাবে খেলতে বলা হবে আমাকে, সে সব তো এখনো জানি না। তবে হ্যাঁ, ট্রিপল সেঞ্চুরি পাওয়ার স্বপ্ন তো এখন দেখতেই পারি।’
[ad_2]
Source link