Homeবিনোদনগাড়িতে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পেলেন পারশা মাহজাবীন

গাড়িতে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পেলেন পারশা মাহজাবীন

[ad_1]

Ajker Patrika

গাড়িতে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পেলেন পারশা মাহজাবীন

বিনোদন প্রতিবেদক, ঢাকা

প্রকাশ : ১৫ মার্চ ২০২৫, ১৭: ৪৯

Photo

পারশা মাহজাবীন। ছবি: সংগৃহীত

অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন সংগীতশিল্পী পারশা মাহজাবীন। আজ শনিবার রাজধানীর কুর্মিটোলায় তাঁর গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে সময়মতো গাড়ি থেকে নেমে যাওয়ায় কোনো ক্ষতি হয়নি।

আজ দুপুরে সোশ্যাল মিডিয়ায় দুর্ঘটনার কথা জানিয়ে পারশা লেখেন, ‘কিছুক্ষণ আগে কুর্মিটোলা হসপিটালের সামনে আমার উবারে আগুন ধরে যায়। ধোঁয়াতে আমার গলা এখনও জ্বলছে। গাড়ির দরজাটাও খুলতে পারিনি প্রথম কিছুক্ষণ। আগুন দাউ দাউ করে জ্বলছিল! কীভাবে যে বেঁচে গেছি!’

এর আগে একটি ভিডিও প্রকাশ করেছেন পারশা। সেখানে দেখা যাচ্ছে, গাড়িতে আগুন জ্বলছে। ধোঁয়া উড়ছে। পানি ঢেলে আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে।

পারশা জানান, বিজ্ঞাপনের জিঙ্গেল ও নাটকের গানের রেকর্ডিংয়ের জন্য বসুন্ধরা থেকে বনানী যাচ্ছিলেন তিনি। কুর্মিটোলা হাসপাতালের উল্টো দিকে আসতেই হুট করে গাড়িতে আগুন লেগে যায়। দ্রুত গাড়ির দরজা খুলে নেমে পড়েন তিনি।

গত জুলাইয়ে ছাত্র আন্দোলনের সময় ‘চলো ভুলে যাই’ গান দিয়ে আলোচনায় আসেন পারশা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ ফেব্রুয়ারি ইউনেসকো সদর দপ্তরে বাংলাদেশের প্রতিনিধিদলের অংশ হিসেবে পারফর্ম করেন তিনি।

গানের পাশাপাশি অভিনয়ে নিজের নাম জড়িয়েছেন পারশা। গত বছর প্রবীর রায় চৌধুরীর নাটক ‘লাভ লাইন’ দিয়ে অভিনয়ে অভিষেক ঘটে তাঁর। সম্প্রতি মুক্তি পেয়েছে পারশার প্রথম ওয়েব ফিল্ম ‘ঘুমপরী’।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত