Homeবিনোদনএকযুগ পর ভারতে গানস অ্যান্ড রোজেস

একযুগ পর ভারতে গানস অ্যান্ড রোজেস

[ad_1]

মার্কিন কিংবদন্তি রক ব্যান্ড গানস অ্যান্ড রোজেস। যাদের সংগীতের ভক্ত গোটা বিশ্বজুড়ে। দলটি এবার ১৩ বছর পর ভারতের মুম্বাই শহরে কনসার্ট করতে আসছে, যা নিয়ে উচ্ছ্বাসিত উপমহাদেশের সংগীতপ্রেমীরা। মুম্বাইয়ের এই সফরটি গানস অ্যান্ড রোজেসের ওয়ার্ল্ড ট্যুরের অংশ। কনসার্টটি অনুষ্ঠিত হবে মুম্বাই মহালক্ষ্মী রেসকোর্স মাঠে। যেটি অনুষ্ঠিত হবে মের ১৭ তারিখ। ব্যান্ডটির ভারত সফর নিয়ে এরই মধ্যে অনলাইন প্রচারণা শুরু হয়েছে। যেখানে জানানো হয়েছে গানস অ্যান্ড রোজেস তাদের পুরো লাইনআপ নিয়েই ভারত সফরে আসবে। ব্যান্ডটির লাইন আপ; অ্যাক্সেল রোজ (ভোকালিস্ট), স্ল্যাশ (লিড গিটার), বেস ডাফ ম্যাকগানদের নিয়ে। এর আগে ২০১২ সালে ভারতে পারফর্ম করে যায় দলটি। কনসার্টটি আয়োজন করছে দেশটির অনলাইন টিকিট প্ল্যাটফর্ম ‘বুক মাই শো’। যেখানে ১৯ মার্চ থেকে অনলাইনে পাওয়া যাবে টিকিট।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত