Homeপ্রবাসের খবরগৌরী হিন্দু, শাহরুখ মুসলিম-আমারও কিন্তু তেমনই পরিবার: অপু – প্রবাস খবর

গৌরী হিন্দু, শাহরুখ মুসলিম-আমারও কিন্তু তেমনই পরিবার: অপু – প্রবাস খবর

[ad_1]

ঢাকাই সিনেমার চিত্রনায়ক শাকিব খানকে ২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে বিয়ে করেন ঢালিউড কুইন খ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাস।

এর কিছুদিন পরই ভেঙে যায় শাকিব-অপুর সংসার। আলাদা হয়ে যায় দুজনের পথচলা। একটা সময়ে অপুর কণ্ঠে শাকিবকে নিয়ে নানা হতাশা-আক্ষেপের গল্প শোনা গেলেও এখন প্রাক্তন স্বামীর প্রশংসায় মুখরিত থাকেন তিনি। সম্প্রতি যেমন এক সাক্ষাৎকারে শাকিবকে সম্মান করার কয়েকটি কারণ জানিয়েছেন এই অভিনেত্রী।

যেখানে অপু বলেছেন, শাকিব আমার স্বামী, তাই তার প্রতি সবসময়ই সম্মানটা থাকবে। এছাড়া সে আমার সন্তানের বাবা, এটাও তার প্রতি সম্মান বৃদ্ধির অন্যতম কারণ।

শাকিব খানের সঙ্গে বিচ্ছেদ হলেও নায়ককে নিজের প্রাক্তন বলতে নারাজ অভিনেত্রী। বরং শাকিব ও আব্রাম খান জয়কেই নিজের পরিবার বলে মানেন তিনি।

এক্ষেত্রে অপু উদাহরণ টেনেছেন বলিউড বাদশাহ শাহরুখ খানের পরিবারের। নায়িকার কথায়, ‘আমার বরাবরই শাহরুখ খান খুব পছন্দের। সে জায়গা থেকে আমার খুব ইচ্ছে ছিল, গৌরী হিন্দু, শাহরুখ মুসলিম, তাদের বাচ্চার নাম আব্রাম খান জয়, আলহামদুলিল্লাহ আমারও কিন্তু তেমনই পরিবার।’

এসময় শাহরুখপুত্রের সঙ্গে নিজের ছেলের নামের প্রসঙ্গও টেনে আনেন অপু। তিনি বলেন, ‘শাহরুখ খানের ছোট ছেলের নাম কিন্তু আব্রাম। আমার ছেলের নাম আব্রাম খান জয়। এটাও বেশ ভালোলাগে।’

এস এইচ/

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত