Homeদেশের গণমাধ্যমেচাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর বাড়িতে আগুন!

চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর বাড়িতে আগুন!

[ad_1]

সিরাজগঞ্জের কাজিপুরে এক ব্যবসায়ীর বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগীর অভিযোগ, চাঁদা না দেওয়ায় বাড়িতে আগুনের ঘটনা ঘটেছে।

শনিবার (১৫ মার্চ) রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানায় ভুক্তভোগী পরিবার ও প্রতিবেশীরা।

জানা গেছে, কিছুদিন আগে থেকে উপজেলার সোনামুখী ইউনিয়নের সোনামুখী গ্রামের বাচ্চু সরকারের ছেলে নয়ন সরকারের কাছে চাঁদা দাবি করেন একই গ্রামের রেজাউল করিমের ছেলে শিবলী রেজা বাবু। চাঁদা দিতে অস্বীকার করায় এমন ঘটনা ঘটেছে।

ভুক্তভোগী নয়ন সরকার জানান, শিবলী রেজা বাবু একজন ইয়াবা ব্যবসায়ী। সে আমার কাছে চাঁদা দাবি করে। আমি চাঁদা দিতে অস্বীকার করায় রাতে আমার বসতবাড়িতে আগুন দেয়। এতে আমার প্রায় ১৫ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।

তিনি আরও জানান, আমার বাড়ির গেটের ছিটকিনি লাগিয়ে দেয় যাতে আমরা বের হতে না পারি। আগুনে পুড়ে মরি।

প্রতিবেশী লাইলী খাতুন বলেন, আমি রাতে শব্দ শুনে ঘরের জানালা খুলে দেখি নয়নদের বাড়িতে আগুন জ্বলছে। আমি তাড়াহুড়া করে ঘর থেকে বের হয়ে দেখি অনেক লোকজন তার মধ্যে শিবলীও রয়েছে। লোকজন আগুন নিভাতে গেলে শিবলী তাদের আগুন নেভাতে নিষেধ করে। আগুন নেভাতে নিষেধ করলে আমি শিবলীকে গালিগালাজ করে বলছি- আগুন কেন নিভাবে না, বাড়ি পুড়ে শেষ হয়ে গেল।

আরেক প্রতিবেশী আরিফ সরকার জানান, এ ধরনের কাজ খুবই ন্যক্কারজনক। চাঁদা না দেওয়ায় বাড়িতে আগুন দেবে এটা কোন ধরনের কাজ হলো। মানুষের জান-মালের নিরাপত্তা কই।

এ বিষয়ে অভিযুক্ত শিবলী রেজা বাবুর সঙ্গে মোবাইলে একাধিকবার যোগাযোগ করেও সাড়া মেলেনি।

কাজিপুর থানার ওসি নুরে আলম জানান, আমি রাত দেড়টার দিকে টহলে ছিলাম। ওখান থেকে গান্ধাইলের দিকে যায়। টহল পুলিশ ঘটনাস্থলে যায় এবং আগুন নিয়ন্ত্রণে আনে।

চাঁদা না পেয়ে বাড়িতে আগুন দিয়েছে এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, ঘটনা তদন্ত না করে কিছু বলা যাচ্ছে না।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত